এআইআইবি'র সদস্যসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর প্রভাবও বাড়ছে: সিআরআই সম্পাদকীয়
  2019-07-14 16:58:24  cri
জুলাই ১৪: এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)-র সদস্যসংখ্যা ১০০-তে উন্নীত হতে যাচ্ছে। গতকাল (শনিবার) লুক্সেমবুর্গে আয়োজিত এআইআইবি-র পরিষদের চতুর্থ বার্ষিক সম্মেলনে বেনিন, জিবুতি, ও রুয়ান্ডার সদস্যপদের আবেদন গ্রহণ করা হয়। এখন দেশ তিনটি কিছু শর্ত পূরণ করলেই আনুষ্ঠানিকভাবে ব্যাংকের সদস্য হবে।

বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতার প্রেক্ষাপটেই এআইআইবি সদস্যসংখ্যা পুনরায় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে স্পষ্ট যে, অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় এআইআইবি বহুপক্ষবাদ ও সহনশীলতার পক্ষে। এটি আন্তর্জাতিক সমাজেও স্বীকৃতি পেয়েছে। এতে করে বৈশ্বিক আর্থিক খাতে এআইআইবি'র প্রভাবও দিন দিন বাড়ছে।

২০১৬ সালে এআইআইবি প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে ৯ বার সদস্যদসংখ্যা বাড়ানো হলো। শুরুতে সংখ্যা ছিল ৫৭। সদস্যদের অধিকাংশই উন্নয়নশীল দেশ। তবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডাসহ উন্নত দেশগুলোও রয়েছে।

বিগত তিন বছরে, অবকাঠামো নির্মাণকাজ সুসংহত করার মাধ্যমে এশিয়া ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে অনেক সুযোগ সৃষ্টি করেছে এআইআইবি। (ওয়াং হাইমান/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040