ইউরেনিয়াম আমদানির ওপর আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবেন না ট্রাম্প
  2019-07-14 16:14:46  cri

জুলাই ১৪: বিদেশ থেকে ইউরেনিয়াম আমদানির ওপর আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবে না যুক্তরাষ্ট্র। গত ১২ জুলাই এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ইউরেনিয়াম আমদানি প্রসঙ্গে তদন্ত চালিয়ে এ সিদ্ধান্তে উপনীত হয় যে, বিদেশ থেকে ইউরেনিয়াম আমদানি দেশের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করতে পারে।

তবে, প্রেসিডেন্ট ট্রাম্প ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এ বিষয়ে আরও তদন্ত হওয়া দরকার। তা ছাড়া, দেশে ইউরেনিয়াম উত্পাদন বাড়াতে একটি কর্মগ্রুপ গঠনের কথাও বলেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে তার চাহিদার ৯০ শতাংশ বাণিজ্যিক ইউরেনিয়াম বিদেশ থেকে আমদানি করে থাকে।(শিশির/আলিম/ উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040