প্রসঙ্গ: এআইআইবি'র সদস্যসংখ্যা বৃদ্ধি
  2019-07-14 16:09:16  cri

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) গতকাল (শনিবার) জানিয়েছে যে, লুক্সেমবুর্গে এআইআইবি'র কাউন্সিলের চতুর্থ বার্ষিক সম্মেলনে বেনিন, জিবুতি, রুয়ান্ডা—এই তিনটি আফ্রিকান দেশের এআইআইবি'র সদস্যপদের আবেদনপত্র গৃহীত হয়েছে এর ফলে কার্যত এআইআইবি'র সদস্যদসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০টিতে। এআইআইবি'র কর্মকর্তারা জানান, এই ব্যাংকের ধীরে ধীরে বড় হওয়া থেকে এটা স্পষ্ট যে, এর বহুপক্ষবাদ ও সহনশীল ধারণা আন্তর্জাতিক সমাজের পুরোপুরি স্বীকৃতি পেয়েছে।

গত ১২ ও ১৩ জুলাই এআইআইবি'র চতুর্থ কাউন্সিলের বার্ষিক সম্মেলন লুক্সেমবুর্গে অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: 'সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ ও পারস্পরিক সংযোগ'। সম্মেলনে ইউরেশিয়া সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও পারস্পরিক সংযোগ, অবকাঠামো নির্মাণকাজের অর্থ সংগ্রহ, এবং এআইআইবি'র কৌশলগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়।

নতুন করে যেসব দেশকে সদস্য করার সিদ্ধান্ত হয়েছে, সেসব দেশের সবগুলোই আফ্রিকান। আফ্রিকার উন্নয়ন ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রতিবছর অবকাঠামো নির্মাণ খাতে আফ্রিকার দেশগুলোর ১৩০ থেকে ১৭০ বিলিয়ন মার্কিন ডলারের পুঁজি দরকার। সম্মেলনে অংশগ্রহণকারী রুয়ান্ডার অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, আফ্রিকার অন্য দেশগুলোর মতো এআইআইবি'র এই পেশাদার প্ল্যাটফর্মের মাধ্যমে রুয়ান্ডা তার অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নিয়ে যাবে। এ সম্পর্কে তিনি বলেন

"এআইআইবি একটি বড় ব্যাংক। এর ১০০তম সদস্যদেশ হিসেবে আমরা অনেক আনন্দিত। শুধু এআইআইবি'র সঙ্গে নয়, এআইআইবি'র বিভিন্ন সদস্যদেশের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা জোরদার করার প্রত্যাশায় রয়েছি আমরা। অবকাঠামো নির্মাণ ছাড়া, এশিয়া ও আফ্রিকার বাণিজ্য ও পুঁজি বাড়াতে হবে।"

এআইআইবি'র তথ্যমুখপাত্র মনে করেন, এআইআইবি'র সদস্যসংখ্যা বৃদ্ধি থেকে স্পষ্ট যে, এর প্রস্তাবিত সহযোগিতামূলক ধারণা আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে। এ সম্পর্কে তিনি বলেন

"এআইআইবি'র সদস্যসংখ্যা বৃদ্ধি থেকে স্পষ্ট যে, বৈশ্বিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভর করতে হবে। এআইআইবি'র মতো বহুপাক্ষিক সংস্থা আন্তর্জাতিক সহযোগিতার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।"

২০১৬ সালে এআইআইবি প্রতিষ্ঠার পর থেকে ৯ বার সদস্যসংখ্যা বাড়ানো হলো। এর সংখ্যা ৫৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০টিতে। সদস্যদেশের মধ্যে অধিকাংশই উন্নয়নশী। তবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডার মতো উন্নত দেশও রয়েছে।

বিগত তিন বছরে, অবকাঠামো নির্মাণকাজ সুসংহত করার মাধ্যমে এশিয়া ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে অনেক সুযোগ সৃষ্টি করেছে এআইআইবি। এই প্রক্রিয়ায় এআইআইবি'র তিনটি বিষয় উল্লেখযোগ্য। এক. উন্নয়নশীল দেশগুলোর অর্থের চাহিদা পূরণ; দুই. উন্নত সদস্যদেশগুলোর পুঁজির চাহিদা পূরণ করা; তিন. বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ব্যবস্থায় নতুন অবদান রাখা।

বিগত ৩ বছরে এআইআইবি 'সহজতর, দুর্নীতিমুক্ত, ও সবুজ' ধারণা কাজে লাগিয়ে ক্রমশ মজবুত হয়ে ওঠে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, এআইআইবিতে ইতোমধ্যেই ১৮টি সদস্যদেশের ৪৬টি ঋণপ্রকল্প গৃহীত হয়েছে। এই ঋণের মোট পরিমাণ ৮৫০ কোটি মার্কিন ডলার। এআইআইবি'র প্রধান চিন লি ছুন জানান, সদস্যদেশগুলোর অবিরাম উন্নয়নে সহায়তা দিতে আরও স্থিতিশীলভাবে কাজ করে যাবে এআইআইবি।(ওয়াং হাইমান/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040