বন্ধুরা, এখন বেইজিংয়ে ভীষণ গরম, আপনারা যেখানে আছেন, সেখানে এখন কেমন গরম? দেবাশীষ ভাই, আপনি ভালো আছেন?
বন্ধুরা, আপনারা সবাই বেশি বেশি পানি পান করার চেষ্টা করবেন, বেশি বেশি ফল খাবেন এবং বাইরে কম যাওয়ার চেষ্টা করবেন। এ গরম আবহাওয়ায় আমরা অনুষ্ঠানের শুরুতে শীতকালের সঙ্গে সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?
টুটুল: হ্যাঁ। বন্ধুরা, এ খবর হচ্ছে আমার অনেক প্রত্যাশার বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের খবর।
বন্ধুরা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩৪তম সম্মেলন সম্প্রতি সুইজারল্যান্ডে আয়োজিত হয়। এতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতির সব পরিস্থিতি প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। বেইজিংয়ের ডেপুটি মেয়র, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস-চেয়ারম্যান চাং চিয়ান তং জানান, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে 'অলিম্পিক ২০২২ এজেন্ডা' পালন করা হবে। অর্থাত্ অর্থ বাঁচানো, প্রজ্ঞা, সবুজ ধারণাকে গুরুত্ব দেওয়া হবে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসে। তখন এই শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামে প্রাকৃতিক কার্বন ডাই-অক্সাইড রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করা হবে। চাং চিয়ান তং জানান, বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের সব প্রস্তুতিমূলক কাজ এখন সুষ্ঠুভাবে চলছে। তিনি বলেন:
আকাশ: "সব অলিম্পিক গেমসের স্টেডিয়ামের নির্মাণকাজ ২০২০ সালে সমাপ্ত হবে। এরপর ১৫টি পরীক্ষামূলক ইভেন্ট আয়োজিত হবে। যাতে স্টেডিয়াম ও ইকুয়েপমেন্ট চেকিং করা যায়। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে 'অলিম্পিক ২০২২ এজেন্ডা' পালন করা হবে। অর্থ বাঁচানো,, প্রজ্ঞা, সবুজ ধারণাকে গুরুত্ব দেওয়া হবে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসে।"
টুটুল: তিনি আরো জানান, এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের স্টেডিয়াম পুরোপুরিভাবে ব্যবহার করা হবে এবং প্রতিটি শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম খেলা শেষে আবার কিভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা সৃষ্টি করা হবে।নিম্ন-কার্বন পরিবেশ সুরক্ষা ধারণাকে দেশব্যাপী সম্প্রচার করা হবে। পাশাপাশি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মাধ্যমে চীনাদেরকে, বিশেষ করে যুবকদেরকে আইস ও স্নো স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে প্রমোট করা হবে।
তিনি বলেন,
আকাশ: আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করবো যেন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস একটি বিস্ময়কর ও অসাধারণ গেমস হতে পারে।
টুটুল: এরপর বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির তথ্য ও প্রচারণা-সংক্রান্ত প্রধান ছাং ইউ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যদের কাছে অবকাঠামো, মার্কেট, মানবসম্পদ, আইস ও স্নো স্পোর্টসের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত অবস্থা বর্ণনা করেন।
বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘনিষ্ঠ সহযোগিতায় প্রাকৃতিক কার্বন ডাই-অক্সাইড রেফ্রিজারেশন সিস্টেম প্রথমবারের মতো চীনে এবং অলিম্পিক গেমসে ব্যাবহার করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান Juan Antonio Samaranch জানান, এটা একটা মাইলস্টোনের মতো সিদ্ধান্ত। যা চীন এমনকি, বিশ্বের জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে সহায়তা করবে। এতে আমি খুব আনন্দিত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সহযোগিতায় আমরা এত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি।
আকাশ: বন্ধুরা, আমরা মনে করি, শুধু বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নয়, আমরা যা করবো, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনীতি (সংরক্ষণ)- র চেতনা মনে রেখে তা করবো।
টুটুল ভাই, আমি এখন একটি ছোট গল্প সবার সঙ্গে শেয়ার করবো। আমরা সবাই জানি জ্যাকি চেন হচ্ছেন চীনের এবং বিশ্বের বিখ্যাত কুংফু তারকা। তিনি আগে বলেছেন, টয়লেটে যাওয়ার পরে, হাত পরিষ্কার করার সময়, তিনি এক পিস টিস্যু ব্যবহার করার চেষ্টা করবেন, মানে আরেক পিস টিস্যু ব্যবহার না করার চেষ্টা করবেন তিনি। ভাই, দেখো, তিনি জীবনের ছোট ব্যাপারেও কত সচেতন, তিনি অযথা কোনোকিছু নষ্ট করতে চান না।
টুটুল:....
সংগীত
আকাশ: বন্ধুরা, এখন আমরা বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেট ও ফুটবল-সম্পর্কিত কিছু খবর শেয়ার করবো, কেমন?