সিনচিয়াংয়ে মানবাধিকার রক্ষা ও সন্ত্রাসদমনে সাফল্যের প্রশংসা করলেন ৩৭টি দেশের রাষ্ট্রদূতগণ
  2019-07-13 19:08:55  cri

জুলাই ১৩: গতকাল (শুক্রবার) জেনিভাতে রাশিয়া, পাকিস্তান, সৌদি আরব, মিসর, কিউবা, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, টোগো, তাজিকিস্তান, ফিলিপিন্স, বেলারুশসহ মোট ৩৭টি দেশের রাষ্ট্রদূতগণ যৌথভাবে চীনের সিনচিয়াংয়ে মানবাধিকার রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে অর্জিত সাফল্যের প্রশংসা করেন।

রাষ্ট্রদূতগণ চীনের জনতাকেন্দ্রিক উন্নয়নের ধারণার প্রশংসা করে বলেন, চীন 'উন্নয়নের মাধ্যমে মানবাধিকার'-এর ধারণাকে সামনে এগিয়ে নিয়ে এক্ষেত্রে বিপুল সাফল্য অর্জন করেছে।

রাষ্ট্রদূতগণ আরও বলেন, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, ও ধর্মীয় চরমপন্থা চীনের সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের মারাত্মক ক্ষতি করেছে। এ ধরনের অপতৎপরতা জনগণের জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার, উন্নয়নের অধিকারের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তেমনি এক প্রেক্ষাপটে চীনের সিনচিয়াংয়ে প্রশিক্ষণ কেন্দ্র চালুর মাধ্যমে সন্ত্রাসবাদ দমন ও চরমপন্থিদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এই কার্যক্রম ব্যাপকভাবে সফল হয় এবং সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের মৌলিক মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখে। ফলে গত তিন বছরে সিনচিয়াংয়ে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। সিনচিয়াংয়র মানুষের জীবনমানও এখন আগের যে-কোনো সময়ের তুলনায় ভালো। (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040