বিশ্বের বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় বাড়ানো উচিত: চীনা মন্ত্রী
  2019-07-13 18:06:13  cri

জুলাই ১৩: গত ৬ জুলাই চীনের লিয়াংচু পুরাতন নগরের ধ্বংসাবশেষ 'বিশ্ব ঐতিহ্য তালিকা'-য় অন্তর্ভুক্ত হয়। এতে চীনের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা ৫৫টিতে দাঁড়ায়। ফলে, এক্ষেত্রে বর্তমানে চীনের অবস্থান বিশ্বে ইতালির সঙ্গে যৌথভাবে প্রথম। চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী লুও সু কাং আজ (শনিবার) এক সম্মেলনে বলেন, লিয়াংচু পুরাতন নগর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা সাংস্কৃতিক সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন সমন্বয়ের একটি ভাল দৃষ্টান্ত।

তিনি জোর দিয়ে বলেন, নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় বাড়ানো উচিত। 'এশিয়া সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রম' সভ্যতার সংরক্ষণকে সমর্থন করে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির সাংস্কৃতিক ভিত্তি দৃঢ় করে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর এই যৌথ প্রত্নতাত্ত্বিক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040