পুতিনের উদ্যোগে আয়োজিত অভ্যন্তরীণ সম্মেলনে রুশ-ইউক্রেন সম্পর্ক
  2019-07-13 16:55:18  cri

জুলাই ১৩: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে গতকাল (শুক্রবার) রুশ ফেডারেশন নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির এক সম্মেলনে, রাশিয়া-ইউক্রেন সম্পর্কসহ বিভিন্ন নিষয় নিয়ে আলোচনা হয়।

এদিন ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্মেলনে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু ও রুশ-ইউক্রেন সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের গত ১১ জুলাইয়ের ফোনালাপও ছিল আলোচনার অন্যতম বিষয়বস্তু।

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভলদেমার জেলেন্সকি ১১ জুলাই ফোনে কথা বলেন। তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেন ইস্যু এবং দু'পক্ষের আটক যুদ্ধবন্দীদের মুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। (শিশির/আলিম/ আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040