সুরের ধারায়, ১২ জুলাই
  2019-07-13 14:00:40  cri


 গত অনুষ্ঠানে শুনছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নজরুল সংগীত। গানগুলো গেয়েছেন সতীনাথ মুখপাধ্যায়। আজও আমরা সতীনাথের কণ্ঠে কিছু নজরুল সংগীত শুনব।

ছোটবেলা থেকেই সতীনাথ সংগীতানুরাগী ছিলেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ-ধামার-টপ্পা শেখেন। তার ঠাকুরদা রামচন্দ্র বেহালা বাজাতেন ও বাবা তারকচন্দ্র গান গাইতেন। তবে কেউ পেশাদারি ছিলেন না। কলকাতায় এসে লেখাপড়া বাদ দিয়ে সতীনাথ চিন্ময় লাহিড়ীর কাছে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন। কর্মজীবনে যোগদান করেন কলকাতার অ্যাকাউন্টেন্স জেনারেল পদে।

১৯৬৮ সালে সতীনাথ সংগীত শিল্পী উৎপলা সেনকে বিয়ে করেন। ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায় কলকাতায় পিজি হাসপাতালে বক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040