চীনের বৈদেশিক বাণিজ্যের শক্তি বিশাল: সিআরআই'র ভাষ্যকার
  2019-07-12 20:02:54  cri
জুলাই ১২: চীনের শুল্ক সাধারণ বিভাগে আজ (শুক্রবার) এ বছরের প্রথমার্ধে বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এতে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ হয়েছে ১৪.৬৭ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৯ শতাংশ বেশি। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, বর্তমানে বাণিজ্যের সংরক্ষণবাদ এবং বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর প্রেক্ষাপটেও চীনে এই বিশাল অগ্রগতি অর্জিত হয়েছে, তা সত্যিকারভাবে সহজ নয়। এ থেকে স্পষ্ট যে, চীনের বৈদেশিক বাণিজ্যের শক্তি বিশাল।

এ বছরের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানি খাতে তিনটি বিষয় তুলে ধরা হয়। এক, বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির চালিকাশক্তি আরও প্রবল। দুই, বাণিজ্যের অংশীদার আরও বহুমুখী হয়ে উঠেছে। তিন, রপ্তানির কাঠামো আরও সুবিধাজনক।

বর্তমানে বিশ্ব বাণিজ্য পরিস্থিতি জটিল, এতে অস্থিতিশীল বিষয় বেড়ে গেছে। এ প্রেক্ষাপটে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানির খাতে আরও ভাল ফলাফল অর্জিত হয়েছে। এটি চীনা অর্থনীতির উচ্চ গুণগত মানের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সুনিশ্চয়তা দিয়েছে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040