বেইজিংয়ে সি চিন পিং ও ভিয়েতনামের পার্লামেন্টের চেয়ারম্যানের বৈঠক
  2019-07-12 19:11:36  cri
জুলাই ১২: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভিয়েতনামের পার্লামেন্টের চেয়ারম্যান নুয়েন থি কিম নানের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ভিয়েতনামের সম্পর্ক হচ্ছে ভাই-বোনের মতো সম্পর্ক। দু'পক্ষের অভিন্ন স্বার্থ জড়িত কমিউনিটি গড়ে তোলার কৌশলগত তাত্পর্য রয়েছে। আগামী বছর চীন ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এই নতুন সূচনায় দু'দেশের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নেয়া।

প্রেসিডেন্ট সি আরো বলেন, কমিউনিস্ট পার্টির ঐতিহ্যবাহী সুবিধার সাহায্যে দু'দেশের পার্টি ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও বিনিময় গভীরতর করা উচিত। দু'দেশ ও দু'দেশের জনগণের স্বার্থ অনুযায়ী, বাস্তব অভিযানের মাধ্যমে সামুদ্রিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে। দু'দেশের যৌথ স্বার্থ রক্ষা করতে আন্তর্জাতিক বিষয়ের সমন্বয়ও জোরদার করা হবে বলে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ভিয়েতনামের প্রেসিডেন্টের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন নুয়েন থি কিম নান ।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040