লি শেং চিয়ে
  2019-08-07 10:14:50  cri

লি শেং চিয়ে, ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান সঙ্গীত মহলের বিখ্যাত একজন গায়ক।

১৯৭৩ সালে লি শেং চিয়ে তাইওয়ানের এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে লি শেং চিয়ে'র বাবা স্থানীয় লোকজনকে চার্চে আসতে আকৃষ্ট করতে বিশেষ করে তাইপেই শহরে একটি কোরাস দল আমন্ত্রণ করেন। তখন থেকে লি শেং চিয়ের মধ্যে সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়তে থাকে।

১৯৯১ সালে লি শেং চিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সময় তিনি তখনকার অনেক বিখ্যাত কন্ঠশিল্পীর গান শোনেন। তিনি একটি টেলিভিশনের সঙ্গীত প্রতিযোগিতায় অংশও নেন, তবে ব্যর্থ হন। এরপর লি শেং চিয়ে সঙ্গীত ক্লাসে ভর্তি হয়ে গান গাওয়ার পেশাদার পদ্ধতি শেখেন।

১৯৯৭ সালে লি শেং চিয়ে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে ইংরেজি গান পরিবেশন করেন এবং চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতা শেষে সঙ্গীত কোম্পানি লি শেং চিয়েকে চুক্তি স্বাক্ষর করার আমন্ত্রণ জানায়।

১৯৯৯ সালে লি শেং চিয়ে 'লি চিয়ে'র' নামে প্রথম অ্যালবাম 'ঠান্ডা কফি' প্রকাশ করেন। তবে তার সঙ্গীত কোম্পানি আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। তারপর লি শেং চিয়ে বাধ্য হয়ে পানশালায় গান গাইতে শুরু করেন।

২০০২ সালে লি শেং চিয়ের আরেকটি অ্যালবাম 'একদম তোমাকে ভালোবাসি' প্রকাশিত হয়। তখন তাইওয়ানের সঙ্গীত বাজার ততটা সমৃদ্ধ নয়, তাই এই অ্যালবামও বেশি সাড়া পায় নি।

২০০৪ সালে লি শেং চিয়ে নিজের তৃতীয় অ্যালবাম 'একদম তোমাকে ভালোবাসি ২' প্রকাশ করেন।

২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি লি শেং চিয়ে তাইওয়ানে নিজের প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৬ সালে লি শেং চিয়ে'র অ্যালবাম 'তোমার জন্য গান' মুক্তি পায়। একই বছরের ২৯ জুলাই, লি শেং চিয়ে তাইওয়ানে আরেকটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৮ সালে লি শেং চিয়ে নিজের একটি সঙ্গীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। একই বছর তার সঙ্গীতানুষ্ঠান "2008Sam Lee Adonis Concert Live" আয়োজিত হয়।

২০০৯ সালের ১৮ ডিসেম্বর, লি শেং চিয়ে'র অ্যালবাম 'দুঃখিত, আমি বলি নি' বাজারে আসে।

২০১১ সালে লি শেং চিয়ে তাইপেই-তে "2011Sam Lee Listen to Me Concert Tour" আয়োজন করেন।

২০১৪ সালে লি শেং চিয়ের অ্যালবাম 'ফেইস' প্রকাশিত হয়। ২০১৫ সালে তার আরেকটি অ্যালবাম 'ফেইস ২' মুক্তি পায়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি শেং চিয়ে'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040