লি লিং ইয়ু
  2019-08-07 09:44:00  cri

লি লিং ইয়ু, ১৯৬৩ সালের ৯ এপ্রিল চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের পপসঙ্গীত মহলের একজন গায়িকা এবং একজন অভিনেত্রী।

লি লিং ইয়ু শাংহাইয়ের একটি সাধারণ শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার দুই বড় ভাই আছে।

১৯৮০ সালে লি লিং ইয়ু আনুষ্ঠানিকভাবে বেইজিং হুংছি ইউয়ে অপেরা দলে যোগ দিয়ে কঠোর পেশাদার প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৯৮৩ সালে ইউয়ে অপেরা দল ভেঙে যায়। এক সুযোগে, লি লিং ইয়ু তুংফাং নৃত্যগীতি দলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেন, তবে সফল হতে পারেন না।

১৯৮৪ সালে লি লিং ইয়ু আবারও তুংফাং নৃত্যগীতি দলে যোগ দেয়ার জন্য আবেদন করেন। এক সপ্তাহ পর তিনি সাফল্যের সঙ্গে পরীক্ষায় পাস করে তুংফাং নৃত্যগীতি দলে যোগ দিতে সক্ষম হন। নৃত্যগীতি দলে যোগ দেয়ার পর লি লিং ইয়ু প্রধানত জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নৃত্য ও গান পরিবেশন করেন।

১৯৮৫ সালে তুংফাং নৃত্যগীতি দল লি লিং ইয়ুর জন্য প্রথম অ্যালবাম 'পূর্বের নতুন তারকা লি লিং ইয়ু' তৈরি করে।

১৯৮৭ সালে লি লিং ইয়ু 'থিয়েজু'র মেয়ে' গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে উঠেন। একই বছর লি লিং ইয়ুর অ্যালবাম 'মধ্যরাতের রাস্তা' মুক্তি পায়। এরপর তিনি 'মিষ্টি, মিষ্টি, মিষ্টি', 'মিষ্টি গানের রানী' এবং 'মিষ্টি মেয়ে'সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন।

লি লিং ইয়ু'র গান 'শেং ইয়াং, আমার জন্মস্থান', 'আমি কি শান্তভাবে চলে যাবো?' তার প্রতিনিধিত্বকারী গান। তখন তার প্রতিটি অ্যালবাম বিক্রি হয় দশ লাখেরও বেশি কপি।

১৯৯১ সালে লি লিং ইয়ু চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র উপস্থাপক নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। এর মাধ্যমে তিনি সিসিটিভি'র বিশেষ উপস্থাপিকাও হন।

১৯৯২ সালে লি লিং ইয়ু চীনের রেকর্ড কোম্পানির প্রদানকৃত 'গোল্ডেন পুরস্কার' অর্জন করেন। ১৯৯২ সালে তার গাওয়া 'লাল সূর্যের গান' বিক্রি হয় কোটিরও বেশি কপি। তা চীনের অ্যালবাম বিক্রির ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।

১৯৯৩ সালে লি লিং ইয়ু জাপানে গিয়ে সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে দুই বছর কাজ করেন।

১৯৯৬ সালের শেষ দিকে তিনি কানাডায় অভিবাসন করেন। এর মাঝখানে তিনি চীনে ফিরে এসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং বিভিন্ন টিভি সিরিজে অভিনয়ও করেন।

২০১২ সালের ৫ ডিসেম্বর লি লিং ইয়ু নিজের সঙ্গীত স্টুডিও স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বর মাসে লি লিং ইয়ু বেইজিংয়ে নিজের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি, শাংহাই থিয়েটারে লি লিং ইয়ু সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি লিং ইয়ু'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040