ওয়াং ফেই
  2019-07-31 16:03:24  cri

ফেই ওয়াংয়ের জন্ম ১৯৬৯ সালের ৮ অগাস্ট। তিনি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সংগীত মহলের বিখ্যাত গায়িকা ও জনপ্রিয় অভিনেত্রী। তিনি চীনের প্রথম শ্রেণীর অভিনেত্রীর মর্যাদাও পেয়েছেন। বলা যায়, সংগীত ও অভিনয়- উভয় ক্ষেত্রে তিনি নিজস্ব মেধার পরিচয় রেখেছেন।

ছোটবেলায় ওয়াং ফেই তার বাবা মা ও বড় ভাইয়ের সঙ্গে বেইজিংয়ের ছিংনিয়ানকৌ কয়লা-খনি আবাসিক এলাকায় বাস করতেন। ১৯৭৫ সালে ফেই ওয়াং প্রাথমিক স্কুলে ভর্তি হন। স্কুল জীবনে তিনি সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন।

১৯৮০ সালে ফেই ওয়াং বেইজিং শহরের তুংজিমেন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। এসময় তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র শিশু শিল্প দলে যোগ দেন।

১৯৮৩ সালে ফেই ওয়াং সিসিটিভির শিশু দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে 'সমুদ্র, আমার জন্মস্থান' গানটি পরিবেশন করেন।

১৯৯৯ সালে ফেই ওয়াং 'পুরানো বাক্য' গান নিয়ে হংকংয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর সংগীত সাধনা শুরু করেন। সেবছর তাঁর প্রথম এ্যালবাম 'ওয়াং জিং উন' প্রকাশিত হয়। ১৯৯২ সালে 'যে নারী সহজেই আহত হয়' নামের একটি গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

১৯৯২ সালে ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯৪ সালে ফেই ওয়াং আরেকটি অ্যালবাম প্রকাশ করেন। এর নাম 'আকাশ' এবং এই এ্যালবাম নিয়ে সে বছরের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কারও পান তিনি।

১৯৯৪ সালে ফেই ওয়াং হংকংয়ে ১৮টি 'সবচেয়ে চমত্কার সংগীতানুষ্ঠান' আয়োজন করেন। তা হংকংয়ের কণ্ঠশিল্পীর প্রথমবারের মত সংগীতানুষ্ঠান আয়োজনের রেকর্ডও সৃষ্টি করে।

ফেই ওয়াং ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের 'টাইমস' ম্যাগাজিনের প্রচ্ছদে স্থানে পাওয়া প্রথম চীনা গায়িকা। এটি ফেই ওয়াংয়ের কণ্ঠের এক ধরনের স্বীকৃতিও বটে।

১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে, ফেই ওয়াংয়ের ক্যান্টোনিস ভাষার গান 'খেলনা' প্রকাশিত হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে তার চীনা ভাষার অ্যালবাম 'ওয়াং ফেই' মুক্তি পায়। এই অ্যালবাম তাইওয়ানে বিক্রি হয় ৫ লাখেরও বেশি কপি। এই অ্যালবামের থিম সং 'তুমি খুশি, তাই আমি খুশি' চীনের দশটি শ্রেষ্ঠ চীনা ভাষার গানের সোনালী পুরস্কার পায়।

১৯৯৮ সালের বসন্ত উত্সবের সময় ফেই ওয়াং এবং চীনের মূল ভূভাগের বিখ্যাত গায়িকা না ইং যৌথভাবে চীনের সিসিটিভি'র বসন্ত উত্সবের মঞ্চে '১৯৯৮ সালে মিলিত হও' গানটি পরিবেশন করেন। একই বছর তিনি চীনের সিসিটিভি-এমটিভি সংগীত পুরস্কারের মূল ভূভাগের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান।

১৯৯৮ সালের অক্টোবর মাস থেকে ফেই ওয়াং চীনের কুয়াংচৌ, শেনচেন এবং খুনমিংসহ বিভিন্ন শহরে 'গান গেয়ে বিশ্বভ্রমণ' নামে সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৫ সালে ফেই ওয়াং ধীরে ধীর সংগীত মহল থেকে সরে যান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই ওয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040