চেং সিউ উন
  2019-07-16 11:13:11  cri

চেং সিউ উন, ১৯৭২ সালের ১৯ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকংয়ের বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী।

১৯৮৮ সালে চেং সিউ উন হংকংয়ের নতুন কণ্ঠশিল্পীর সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তার গান এই প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পায়।

১৯৯০ সালে উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চেং সিউ উনের প্রথম অ্যালবাম 'চেং সিউ উন' প্রকাশিত হয়। এই অ্যালবামের 'স্মরণ' গানটি বিক্রি হয়েছে ২৫ হাজার কপি।

১৯৯১ সালে চেং সিউ ‌উনের দ্বিতীয় অ্যালবাম 'হলিডে' (Holiday) প্রকাশিত হয়। এই অ্যালবামটি মানুষ খুব পছন্দ করে এবং সে বছর এই অ্যালবামটির ৫০ হাজার কপি বিক্রি হয়। এই অ্যালবামের থিম সং 'ঋতু' সে বছর সংগীত তালিকার শীর্ষস্থানে ছিল।

১৯৯২ সালে চেং সিউ উনের তৃতীয় অ্যালবাম 'নেভার ঠু লেট' (Never Too Late) প্রকাশিত হয়। ১৯৯৩ সালে চেং সিউ উনের আরেকটি অ্যালবাম 'Chotto' বাজারে আসে। সে বছর তিনি হংকংয়ের বিখ্যাত কণ্ঠশিল্পী, তার বর্তমানের স্বামী সুই জি আনের সঙ্গে একটি প্রেমের গান 'আসলে তোমার মনে আমার জায়গা নেই' গেয়েছেন। সেং সিউ উন সে বছর হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকার মনোনয়ন লাভ করেন।

১৯৯৪ সালের জুলাই মাসে চেং সিউ উনের অ্যালবাম 'দশটি নিষিদ্ধ' প্রকাশিত হয়। ১৯৯৫ সালে চেং সিউ উন ওয়ার্নার সংগীত কোম্পানিতে যোগ দেন। সে বছরের নভেম্বরে চেং সিউ উনের আরেকটি অ্যালবাম 'আমার মনে তুমি' বাজারে আসে। এর পর পরই হংকংয়ের অ্যালবাম বিক্রির তালিকার শীর্ষস্থানে উঠে যান তিনি। হংকংয়ে এই অ্যালবাম বিক্রি হয় দেড় লাখ কপি।

১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে চেং সিউ উন তাইওয়ানের বাজারের জন্য অ্যালবাম 'মূল্যবান' প্রকাশ করেন। এই অ্যালবামের ৭ লাখেরও বেশি কপি বিক্রি হয়। সে বছর তাইওয়ানের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রির অ্যালবাম এটি।

১৯৯৬ সালের নভেম্বর মাসে চেং সিউ উন হংকংয়ে নিজের প্রথম সংগীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছর তিনি হংকংয়ের শিল্পী হিসেবে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতে নেন।

১৯৯৭ সালের এপ্রিল মাসে, চেং সিউ উনের অ্যালবাম 'তোমার জন্য অপেক্ষা' প্রকাশিত হয়। সে বছরের ২২ জুলাই চেং সিউ উন আরেকটি অ্যালবাম 'আমাদের থিম সং' প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে দেড় লাখ কপি বিক্রি হয়ে যায়!

১৯৯৭ সালের নভেম্বর মাসে চেং সিউ উন হংকংয়ে আরেকবার সংগীতানুষ্ঠান আয়োজন করেন। তিনি টানা ১৬টি গান পরিবেশন করেন। চেং সিউ উন সে বছর আবারও হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর পুরস্কারও জিতে নেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং সিউ উনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040