চতুর্থ চীন-আরব দেশগুলোর মেলা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে
  2019-07-12 16:50:30  cri
জুলাই ১২: চতুর্থ চীন-আরব দেশগুলোর মেলা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর চীনের নিং সিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ইন ছুয়ান শহরে অনুষ্ঠিত হবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে 'নতুন সুযোগ এবং নতুন ভবিষ্যত্'।

মেলায় গুরুত্বপূর্ণভাবে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ, ইন্টারনেট প্লাস, আন্তঃদেশীয় ব্যবসা, অবকাঠামো নির্মাণ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করা হবে।

চীনের বাণিজ্য উপমন্ত্রী ছিয়ান খ্য মিং বলেন, আরব দেশগুলোর সঙ্গে উন্নয়নের সংযোগ জোরদার করবে চীন। 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নেয়ার পাশাপাশি চীন ও আরব দেশগুলোর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নতুন পর্যায়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আরব দেশগুলা আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সুষ্ঠু প্রবণতা বজায় রেখেছে। ২০১৮ সালে দু'পক্ষের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিলো ২৪৪.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ২৮ শতাংশ বেশি।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040