১৬তম চীন-আসিয়ান মেলার প্রেস ব্রিফিং জাকার্তায় অনুষ্ঠিত
  2019-07-12 16:49:48  cri
জুলাই ১২: ১৬তম চীন-আসিয়ান মেলার প্রেস ব্রিফিং গতকাল (বৃহস্পতিবার) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়। এবারের মেলা আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর চীনের নান নিং শহরে আয়োজিত হবে।

চীন-আসিয়ান মেলার সচিবালয়ের উপ-মহাসচিব ইয়াং ইয়ান ইয়ান প্রেস ব্রিফিংয়ে বলেন, '২১ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' এবং 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত সহযোগিতার গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে ইন্দোনেশিয়ার আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক উন্নয়ন হয়েছে।

চীন-আসিয়ান মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া। এতে সুষ্ঠু সাফল্যও অর্জিত হয়েছে। অতীতে ১৫বারের মেলায় ১৮০০টিরও বেশি বুথ চালু করে ইন্দোনেশিয়া।

এদিকে, ২০১৯ সাল হচ্ছে চীন ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী। এটিও 'চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্কের ২০৩০ সম্ভাবনা' বাস্তবায়নের সূচনা বর্ষ। এর পটভূমিতে এবারের ১৬তম চীন-আসিয়ান মেলা বেশ গুরুত্বপূর্ণ।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040