চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের মঙ্গোলিয়া সফর সমাপ্ত
  2019-07-12 16:48:37  cri
জুলাই ১২: মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের তিনদিনব্যাপী মঙ্গোলিয়া সফর আজ (শুক্রবার) শেষ হয়েছে। উলানবাটরে তিনি পৃথকপৃথকভাবে মঙ্গোলিয়ার শীর্ষনেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেন। সেই সঙ্গে, চীন ও মঙ্গোলিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

তিনি বলেন, চীন ও মঙ্গোলিয়া ঘনিষ্ঠ সুপ্রতিবেশী দেশ। চীনের নিকটবর্তী কূটনৈতিক বিষয়গুলোর মধ্যে মঙ্গোলিয়াকে এক গুরুত্বপূর্ণ স্থানে রাখে চীন। দু'দেশের সম্পর্কের নতুন চালিকাশক্তি অব্যাহতভাবে বাড়ানো উচিত। মঙ্গোলিয়ার সঙ্গে তৃতীয় চীন ও মঙ্গোলিয়ার মেলা যৌথভাবে আয়োজন করতে চীন আগ্রহী বলেও জানান তিনি।

সেই সঙ্গে, দেশ ও অঞ্চলের সহযোগিতা জোরদারের কথা উল্লেখ করে ওয়াং ছি শান আরও বলেন, চীন, মঙ্গোলিয়া ও রাশিয়া তিনটি দেশের সহযোগিতা জোরদার এবং এই তিনটি দেশের অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নিতে বেইজিং ইচ্ছুক বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040