সুরের ধারায়: 'চিউয়ান জু লিয়ান' এবং অন্য গান
  2019-07-12 15:29:19  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সঙ্গীত কোনো দেশের সীমা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজকে পেইচিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

(গান ১, চিউয়ান জু লিয়ান)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গায়ক হুও জুন-এর কয়েকটি গান শোনাবো। হুয়া জুন ১৯৯০ সালে চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি একটি গানের প্রতিযোগিতা 'চীনের ভাল গান'-এ অংশগ্রহণ করে প্রথম স্থান লাভ করেন। তার অনন্য কণ্ঠস্বর অনেক মানুষকে আকর্ষণ করে। এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হলো প্রতিযোগিতায় প্রথম হওয়া তার নিজের রচিত গান 'চিউয়ান জু লিয়ান'। গানে বলা হয়েছে: চোখের এবং মনে তার যেন অশেষ দুঃখ রয়েছে। ছবি আঁকার সময় সে যেন কী নিয়ে ভাবছিলো। হাতের কলমের কালি কাগজের উপরে পড়েছে, তাও সে খেয়াল করেনি। নিশিথ রাতে জানালা দিয়ে প্রদীপের আলো বের হচ্ছে। তিনি একা একা ঘরের মধ্যে নাচছিলেন। প্রেমিকের কথা মনে পড়ায় তার চোখে অশ্রু। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে কার জন্য অপেক্ষা করছে? জানালার পর্দা খুলেছে কার জন্য?

(গান ২,ছি তুও লিয়ান হুয়া)

এখন আরেকটি গান শুনুন। এটা হলো হুয়া জুন এবং তার বাবা হুয়া ফেংয়ে যৌথকণ্ঠে গাওয়া গান 'ছি তুও লিয়ান হুয়া' বা সাতটি পদ্ম ফুল। গানে বলা হয়েছে: সমুদ্রের মধ্যে সুন্দর রঙিন পদ্ম ফুল ফুটেছে। একজন তিব্বতি বৌদ্ধ গুরু আমার দিকে আসছেন। তিনি আমাকে জিজ্ঞাস করেন, 'তোমার মনে ভালবাসা আছে কি?' আমি বললাম, 'আমার মনে ভালবাসার ৭টি পদ্ম ফুল ফুটেছে। সব মানুষের মনে পদ্মফুল ফুটতে থাকবে বলে আমার আশা। সারা পৃথিবীতে সব জায়গা ভালবাসাময় হবে, এটা আমার প্রত্যাশা।

(গান ৩,পেইচিং ই ইয়ে)

এখন শুনুন গান 'বেইজিং ই ইয়ে'। গানে বলা হয়েছে: ওয়ান নাইট ইন বেইজিং, এখানে আমার অনেক ভালবাসা রয়েছে। ভালবাসো কিনা সব ইতিহাস হয়েছে। মধ্যরাতে রাস্তায় হারালেও কাউকে জিজ্ঞেস করতে সাহস পাই না। কেউ বলে, সেখানে পুরাতন প্রেমিকা থাকে। তাঁর বয়স হয়েছে, কিন্তু এখনো সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে।

(গান ৪,কুও স্য থিয়ান শিয়াং)

এখন শুনুন হুও জুন এবং লি ইয়ু কাংয়ের দ্বৈতকণ্ঠে গাওয়া 'কুও স্য থিয়ান শিয়াং' গানটি।

(গান ৫, পা ওয়াং পিয়ে চি)

এখন শুনুন তার গাওয়া আরেকটি গান 'পা ওয়াং পিয়ে চি'। গানে বলা হয়েছে: আমি প্রচন্ড বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি। মনের কষ্ট শেষ হয় না। হাতে তরবারি নিয়ে জিজ্ঞেস করি, 'কে এ পৃথিবীর বীর?' পৃথিবীতে বিভিন্ন সৌন্দর্য আছে, কিন্তু আমি শুধু তোমায় দেখে মুগ্ধ হই। তোমার কাছ থেকে বিদায় দিতে গেলে মন ভেঙে গেছে। অনেক বছর একসাথে থাকার সুন্দর সময় এখানে শেষ করতে হবে। আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(গান ৬, থিয়ান শিং চিউ ক্য)

এখন শুনুন আরেকটি গান 'থিয়ান শিং চিউ ক্য'। এটি একটি কার্টুন চলচ্চিত্রের জন্য রচিত গান। গানে বলা হয়েছে: 'জীবনের স্বপ্ন ছিল, একাই নৌকা নিয়ে বিভিন্ন নদনদী ভ্রমণ করার। শরত্কালে হ্রদের পানি আরো সবুজ হয়েছে, যেন সুন্দরীর চোখের আলো। পুরনো বন্ধুর সাথে অনেক দিন দেখা হয়নি। আবার দেখা হলে একসাথে কবিতা রচনা করব আর সুরা পান করব।

(গান ৭, জি চি ইয়ু কুই)

এখন শুনুন হুও জুনের আরেকটি গান 'জি চি ইয়ু কুই'।

(গান ৮, ফেং ইয়ু চৌ)

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আরেকটি গান শোনাবো। গানের নাম 'ফেং ইয়ু চৌ'। গানে বলা হয়েছে: 'পুরাতন শহরের রাস্তায় ফুলের পাপড়ি ছড়িয়ে পড়েছে। সবকিছু যেন সুন্দর ছবির মতো। শান্ত পরিবেশে কে জানে খারাপ খবর চলে আসবে! তুমি আমার জন্য অপেক্ষা করছো। ভালবাসা দিয়ে নিষ্ঠুর পরিবেশের সাথে যুদ্ধ করছো। আমি তোমার জন্য আর নিরবে থাকবো না। পরিবার হলো চিরস্থায়ী আশ্রয়ের গাছ; ভালবাসার প্রতীক। তুমি আমাকে রক্ষা করছো। আমি কখনো ব্যর্থতা মেনে নেবো না।

(স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040