চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের চেক প্রজাতন্ত্র সফর
  2019-07-12 14:48:56  cri

জুলাই ১২: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও থিয়েনচিন পৌর কমিটির সম্পাদক লি হং চুং ৮ থেকে ১১ জুলাই সিপিসি'র প্রতিনিধিদল নিয়ে চেক প্রজাতন্ত্রে সফর করেছেন।

লি বলেন, দু'দেশের নেতাদের নেতৃত্বে, চীন-চেক সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। চেক প্রজাতন্ত্র ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে অংশ নিয়ে প্রচুর সাফল্য অর্জন করেছে। এ সফরের লক্ষ্য দু'নেতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, পার্টির মধ্যে বিনিময় জোরদার করা এবং কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়া।

চেক প্রজাতন্ত্র দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চ মূল্যায়ন করে। 'এক অঞ্চল, এক পথ'-এ ভালোমতো অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় বাড়াতে চায়। চেক প্রজাতন্ত্র সিপিসি'র সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করতে ইচ্ছুক এবং দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে আগ্রহী বলে জানায়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040