ভেনিজুয়েলায় বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য- বললেন ভ্লাদিমির পুতিন
  2019-07-12 14:44:49  cri

জুলাই ১২: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ভেনিজুয়েলা পরিস্থিতিতে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

এদিন ক্রেমলিন ভবনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এদিন মস্কোয় এক বৈঠক করেন। এরপর এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ভেনিজুয়েলা পরিস্থিতিতে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। মোরালেসও একই ধারণা পোষণ করেন। বর্তমানে ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদল নরওয়ের মধ্যস্থতায় পুনরায় সংলাপ শুরু করেছে। রাশিয়া ও বলিভিয়া আশা করে, আলাপ-আলোচনার মাধ্যমে ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদল দেশের পরিস্থিতি স্বাভাবিক করার পথ খুঁজে পাবে।

এদিন পুতিন ও মোরালেস একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করেন। এতে বলা হয়, ইরানের সার্বিক পরমাণু চুক্তি গুরুত্বপূর্ণ, দু'পক্ষ ইরানের সঙ্গে আর্থ-সামাজিক ও বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040