চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তির ৫৮তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠান
  2019-07-12 10:08:59  cri
জুলাই ১২: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে উত্তর কোরিয়ার দূতাবাসে 'চীন-উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি' স্বাক্ষরর ৫৮তম বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া অনুষ্ঠানে উপস্থিত হন এবং ভাষণ দেন।

ভাষণে হু বলেন, চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের অসাধারণ ইতিহাস সৃষ্টি হয়েছে। জুন মাসে প্রেসিডেন্ট সি চিন পিং উত্তর কোরিয়া সফর করেন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে গভীর আলোচনা করেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করেছে। চীন উত্তর কোরিয়ার সঙ্গে দু'নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে পারস্পরিক অভিজ্ঞতাগুলো বিনিময় করবে এবং বাস্তব সহযোগিতা জোরদার করবে, যাতে দু'দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখা যায়।

চীনে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ছি চায়ে-রোং বলেন, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রীর ভিত্তিতে সহযোগিতা জোরদার করবে, যাতে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপক উন্নত হয়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040