চীনের সিনচিয়াং ইস্যুতে কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না: চীনা মুখপাত্র
  2019-07-12 10:06:08  cri
জুলাই ১২: জাতিসংঘ মানবাধিকার পরিষদে কিছু দেশ চীনের সিনচিয়াং-বিষয়ক নীতির সমালোচনা করে অভিযোগ দাখিল করেছে। এ প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, সিনচিয়াং ইস্যুটি চীন সরকার জনগণের কাজ, এখানে কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না বেইজিং।

মুখপাত্র কেং বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সমালোচনা চিঠি চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপবাদ, এতে মানবাধিকার ইস্যু নিয়ে রাজনীতি করা হয়েছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় চীন দৃঢ় প্রতিবাদ ও অসন্তোষ জানায়।

তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর মনোভাব জানিয়ে দিয়েছে বেইজিং। এসব দেশকে জাতিসংঘ সনদ অনুসরণ করে মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার হুমকি মোকাবিলায় সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার প্রশিক্ষণ কেন্দ্রসহ ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে, যা সিনচিয়াংয়ের সামাজিক পরিস্থিতি উন্নত করেছে। গত ২ বছরেরও বেশি সময়ে সেখানে কোনো হিংসাত্মক ঘটনা বা সন্ত্রাসী হামলা ঘটে নি। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির লোকও সুখী জীবনযাপন করছে এবং সরকারের এসব পদক্ষেপে ব্যাপক সমর্থন জানিয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040