ফ্রান্সের ডিজিটাল সেবা শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের '৩০১ তদন্ত' চলবে
  2019-07-11 18:54:11  cri
জুলাই ১১: মার্কিন বাণিজ্য কার্যালয় গতকাল (বুধবার) জানিয়েছে যে, '১৯৭৪ সালের বাণিজ্য আইনের' ৩০১ ধারা অনুযায়ী, ফ্রান্সের ডিজিটাল সেবা শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের '৩০১ তদন্ত' চলবে। এই আচরণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আর্থ-বাণিজ্যিক বিরোধ আরও গুরুতর হবে।

এদিন মার্কিন বাণিজ্য কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের এই শুল্ক মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের ডিজিটাল সেবাকে ক্ষতিগ্রস্ত করবে। এটি মার্কিন বৈজ্ঞানিক কোম্পানির জন্য ন্যায্য নয়।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040