এ বছরের জুন মাসে চীনের সিপিআই'র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেশি
  2019-07-10 18:27:15  cri
জুলাই ১০: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (বুধবার) প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, এ বছরের জুন মাসে চীনের সিপিআই'র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেশি। এ বছরের প্রথমার্ধে সিপিআই'র পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২.২ শতাংশ বেশি। জুন মাসে পিপিআই'র পরিমাণ গত মার্চ মাসের তুলনায় ০.৩ শতাংশ কম, যা গত বছরের একই সময়ের তুলনায় ০.৩ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পণ্যের দাম বাড়ানোর হার আরও নিয়ন্ত্রিত আওতায় রয়েছে। ভবিষ্যতে সিপিআই ও পিপিআই'র পরিমাণ আরও অব্যাহতভাবে স্থিতিশীলতায় থাকবে।

এ বছরের শেষার্ধে সিপিআই ও পিপিআই'র অবস্থা কেমন হবে এ সম্পর্কে চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামষ্টিক অর্থনীতি বিভাগের গবেষক চাং লি ছুন বলেন, এই ক্ষেত্রে স্থিতিশীলতা আরও প্রধান বিষয়।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040