চীনের সন্ত্রাসবাদ ও চরমপন্থী তত্পরতা দমনকাজ কার্যকরভাবে সন্ত্রাসী তত্পরতা চালানোর প্রবণতা নিয়ন্ত্রণ করেছে
  2019-07-10 17:11:16  cri
জুলাই ১০: জাতিসংঘে চীনের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মা চাও সু গতকাল (মঙ্গলবার) বলেছেন, চীনে যে সন্ত্রাসবাদ ও চরমপন্থী তত্পরতা দমনকাজ চলছে, তা কার্যকরভাবে সন্ত্রাসী তত্পরতা চালানোর প্রবণতা নিয়ন্ত্রণ করেছে। এটি সর্বোচ্চ মাত্রায় বিভিন্ন জাতির জনগণের অস্তিত্ব ও উন্নয়নের অধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার সুনিশ্চিত করেছে।

এদিন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সাংগঠনিক অপরাধ সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মা চাও সু বলেন, চীন হচ্ছে সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ ও চরমপন্থাবাদের প্রেক্ষাপটে চীনে যে মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা পুরোপুরি জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন এবং মৌলিক মানবাধিকার রক্ষার নিয়ম-বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040