হংকংয়ে 'চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সম্পর্ক: বর্তমান অবস্থা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  2019-07-10 16:10:01  cri
জুলাই ১০: 'চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সম্পর্ক: বর্তমান অবস্থা ও সম্ভাবনা' শীর্ষক এক সেমিনার গতকাল (মঙ্গলবার) হংকংয়ে অনুষ্ঠিত হয়। চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্র এবং চীন-যুক্তরাষ্ট্র বিনিময় তহবিল সংস্থার যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমঝোতা গভীরতর করতে, সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করতে এবং বৈশ্বিক অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন মজবুত করতে একমত হন অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

এবারের সেমিনারে 'চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সম্পর্ক', 'চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক: বর্তমান অবস্থা ও সম্ভাবনা' এবং 'বিশ্বায়ন, বৈশ্বিক ব্যবস্থাপনা ও বহুপক্ষবাদের সম্ভাবনা' এই তিনটি আলোচ্য বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়। চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040