সংবাদ পর্যালোচনা প্রসঙ্গ: চীনের ৫জি নেটওয়ার্ক
  2019-07-10 11:38:24  cri

গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত অষ্টাদশ নেটওয়ার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন বিশেষজ্ঞ বলেন, ভবিষ্যতে চীনে ৫-জি নেটওয়ার্ক স্থাপনের কাজে গতি আসবে এবং নেটওয়ার্ক, বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পের মধ্যে সংযোগ গভীরতর হবে।

চলতি বছর ইন্টারনেট উদ্ভাবনের ৫০তম বার্ষিকী এবং চীনের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যোগ দেওয়ার ২৫তম বার্ষিকী। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-মহাসচিব রেন জি উ মঙ্গলবার বেইজিংয়ে জানান, ১৯৯৪ সালে চীন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যোগ দেয়। বর্তমানে চীনে অপটিক্যাল ক্যাবলের মোট দৈর্ঘ্য ৪.৪ কোটি কিলোমিটার, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি, এবং বিশ্বের ৫০টি দেশের সঙ্গে চীন অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে সংযুক্ত।

রেন জি উ জানান, ইন্টারনেট ইতোমধ্যেই ভবিষ্যৎ প্রতিযোগিতার প্রতীকী ক্ষেত্রে পরিণত হয়েছে। নব্যতাপ্রবর্তন, নতুন শিল্প উন্নয়ন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনে ইন্টারনেটের ভূমিকা অতুলনীয়। দেশের আধুনিক উন্নয়ন ও 'ইন্টারনেট অব থিংস' অবকাঠামো নির্মাণের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকে আরও কার্যকর করতে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি সার্বিক চেষ্টা চালিয়ে যাবে।

তিনি বলেন, "সংশ্লিষ্ট সকল পক্ষকে ৫-জি নেটওয়ার্ক স্থাপনের কাজ দ্রুততর করতে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন অবকাঠামো নির্মাণ করতে, কার্যকর বিনিয়োগ সম্প্রসারণ করতে, ভবিষ্যৎ-মুখী নতুন তথ্য-অবকাঠামো গঠন করতে আমরা সাহায্য করব। 'ইন্টারনেট প্লাস'-এর মানসম্পন্ন উন্নয়নের জন্যও আমরা চেষ্টা চালাব।"

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছেন জাও শিওন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নতুন চালিকাশক্তি সৃষ্টি করা এবং নতুন চালিকাশক্তি দিয়ে নতুন উন্নয়ন অর্জন করা হচ্ছে বর্তমান সময়পর্বের জরুরি দাবি ও গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ভবিষ্যতে কোর প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে, উত্পাদন ও গবেষণাকে গভীরভাবে সংযুক্ত করা হবে, এবং নতুন চালিকাশক্তি সৃষ্টি হবে।

তিনি বলেন, বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পের গভীর পারস্পরিক সংযুক্তি, শিল্পের ডিজিটাল উন্নয়ন, এবং বিভিন্ন শিল্পের ডিজিটাল উন্নয়ন, ইন্টারনেট উন্নয়ন ও বুদ্ধিমত্তা উন্নয়নের কাজে গতি আনা হবে।

২০১৯ সাল হচ্ছে চীনের ৫-জি শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। চীনা একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাবিদ উ হ্য ছুয়ান জানান, ৫-জি'র বাণিজ্যিক উন্নয়ন ইন্টারনেট উন্নয়নের শেষার্ধে হচ্ছে। এ সময় বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের ভাল সময়। ৫ জি'র উন্নয়ন শিল্প ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ২০২২ সালে বাণিজ্যিক ক্ষেত্রে ৫-জির ব্যবহার ব্যাপকভাবে উন্নত হবে। ভবিষ্যতে ৫জি চালকহীন গাড়িতে ব্যবহার করা যাবে। তখন ৫জি গাড়িশিল্পে যে-পরিষেবা সরবরাহ করবে, তা থেকে প্রতিবছর ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার আয় হবে। সেই আয় হবে বর্তমানের গাড়িশিল্পের মোট মূল্যের চেয়েও বেশি।

এবারের ইন্টারনেট সম্মেলনে আর্থিক খাতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট শিক্ষা, ইন্টারনেট নিরাপত্তা ও ব্যবস্থাপনাও আলোচনার বিষয় ছিল। বিশেষজ্ঞরা মনে করেন, ৫জির ভিত্তিতে মানুষ ভবিষ্যতে ইন্টারনেটের আরও বেশি সম্ভাবনা আবিষ্কার করতে সক্ষম হবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040