তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন
  2019-07-10 10:04:25  cri
জুলাই ১০: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের তাইওয়ানকে ২.২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় চীন এর দৃঢ় বিরোধিতা করে।

মার্কিন এই আচরণ 'এক চীন নীতি' এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহারের লঙ্ঘন। এ আচরণ সম্প্রতি চীন-মার্কিন নেতাদের ওসাকা বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। এ পদক্ষেপের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।

বহু বছর ধরে যুক্তরাষ্ট্র 'তিনটি ইশতাহার এবং একটি আইন'-এর ভিত্তিতে চীনের তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্ক রক্ষা ও সমস্যা সমাধান করে আসছে। চীন ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত তিনটি ইশতাহারে স্পষ্টভাবে 'এক চীন নীতি' নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্বীকার করে, গণপ্রজাতন্ত্রী চীন সরকার হলো চীনের একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের অংশ। তারপরও মার্কিন সরকার দু'বছরে চারবার তাইওয়ানে অস্ত্র বিক্রি করেছে!

চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতাদ্বয়ের ওসাকা বৈঠকের সময়, দু'পক্ষ সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে পুনরায় আর্থিক আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়। এমন সময় যুক্তরাষ্ট্র আবারও তাইওয়ানে অস্ত্র বিক্রি করার ঘোষণা দেয়, যা নিঃসন্দেহে দু'নেতার সিদ্ধান্তের লঙ্ঘন। এতে তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়েছে এবং চীন-যুক্তরাষ্ট্র মতভেদ দূর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040