ইইউ'র নতুন প্রজন্মের শীর্ষনেতৃবৃন্দ চীন-ইউরোপ সম্পর্কের জন্য উল্লেখযোগ্য: সিআরআই'র ভাষ্যকার
  2019-07-09 18:49:43  cri
জুলাই ৯: গত রোববার ইউরোপীয় পরিষদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইউরোপকে সমর্থন করে চীন। চীন ও ইউরোপের শান্তি, প্রবৃদ্ধি, সংস্কার ও সভ্যতা এই চারটি অংশীদারি সম্পর্কে অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জন করতে চীন ইচ্ছুক। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, এ থেকে স্পষ্ট যে, ইইউ'র নতুন প্রজন্মের শীর্ষনেতৃবৃন্দ চীন-ইউরোপ সম্পর্কের জন্য উল্লেখযোগ্য।

ভাষ্যকার মনে করেন, নতুন প্রজন্মের শীর্ষনেতৃবৃন্দ নির্বাচিত হওয়া বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। দু'জন নারী শীর্ষনেতা ইইউ'র শীর্ষনেতৃবৃন্দের মধ্যে প্রবেশ করেছেন,এটি ইউরোপের রাজনৈতিক বিষয়ে নতুন চালিকাশক্তি যুগাবে। এই প্রক্রিয়ায় জার্মানি ও ফ্রান্সকে নির্বাচনের বিজয়ী বলে অভিহিত করা হয়। এ থেকে স্পষ্ট যে, ইউরোপের একীকরণ প্রক্রিয়ায় জার্মানি ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও অব্যাহতভাবে বজায় থাকবে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040