সুরের ধারায়—চীনা গায়িকা শাং উন চিয়ে
  2019-08-01 19:27:21  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনা গায়ক ও প্রযোজক শাং উন চিয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার বৈশিষ্ট্যময় ইলেকট্রনিক সংগীতের জন্য বিখ্যাত এবং এক স্বাধীন সংগীত প্রযোজক হিসেবে পরিচিত।

অনুষ্ঠানের শুরুতে আমরা শাং উন চিয়ে রচিত একটি গান 'মুক্ত হরিণ' শুনবো। গানটি চীনের একটি জনপ্রিয় চলচ্চিত্রের থিম সং। এই গানে ভালোবাসা ও সাহসের কথা বলা হয়েছে।

শাং উন চিয়ে ১৯৮২ সালে চীনের শাংহাই শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে সংগীতের প্রতি শাং উন চিয়ের বিশেষ আগ্রহ দেখা যায়। নিজে বাদ্যযন্ত্র শেখা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে তিনিও শীর্ষস্থানে থাকতেন। মাধ্যমিক স্কুল শেষ হওয়ার পর তিনি চীনের বিখ্যাত ফু তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফরাসি শিখেন। বিশ্ববিদ্যালয়ের সময়ে ভালো পড়াশোনা করার পাশাপাশি শাং উন চিয়ে নিজের সংগীত প্রতিভা দেখান। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় স্নাতক হওয়ার পর শাং উন চিয়ে চীনের জনপ্রিয় একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় তার বিশেষ কণ্ঠ ও ফরাসি গান অনেক দর্শকের মনে গভীর ছাপ ফেলে। বন্ধুরা, এখন প্রতিযোগিতায় শাং উন চিয়ের গাওয়া একটি সুন্দর ফরাসি গান 'Les Champs Elysees' শুনবো।

একজন ফরাসি গায়ক হিসেবে, শাং উন চিয়ে ফরাসি সংস্কৃতি ও সংগীত সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। তিনি ফরাসি সংগীতের বৈশিষ্ট্য তার গানে মিশিয়ে নিজের বিশেষ সংগীতশৈলী সৃষ্টি করেন।

বন্ধুরা, এখন আমরা শুনবো শাং উন চিয়ের গান 'তারকাময় আকাশের নিচে'। গানটি রচনার অনুপ্রেরণা হচ্ছে ফরাসির লোকসংগীত ও বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের ছবি 'তারকাময় আকাশ'। বন্ধুরা, চলুন গানটি শুনি।

সেই প্রতিযোগিতার পর শাং উন চিয়ে কিছু অ্যালবাম প্রকাশ করেন, তবে তা জনপ্রিয় হয়নি। এর মাধ্যমে তিনি বুঝতে পারেন যে, সাধারণ পপ সংগীতের চেয়ে ইলেকট্রনিক সংগীত তার বেশি ভালো লাগে। তখন থেকে শাং উন চিয়ে ইলেকট্রনিক সংগীত করার সিদ্ধান্ত নেন। ২০১১ সালে তিনি এক ইলেকট্রনিক অ্যালবাম 'In' প্রকাশ করেন এবং এটি অনেক প্রশংসা কুড়ায়। বন্ধুরা, এখন অ্যালবামের একটি গান 'Asura' শুনবো।

শুধুমাত্র নাচ বা বিনোদনের জন্য নয়, শাং উন চিয়ে আশা করেন ইলেকট্রনিক সংগীতের মাধ্যমে মানুষের গভীর অনুভূতি বা ধারণা প্রকাশিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি ইলেকট্রনিক সংগীতে ভিন্ন ধরনের সংগীত বা সংস্কৃতির বৈশিষ্ট্য যোগ করেন। বন্ধুরা, এখন শাং উন চিয়ে রচিত একটি জনপ্রিয় গান 'চূড়ান্ত বিশ্বাস' শুনবো। মহাকাব্যের মতো সংগীতের মধ্যে তিনি বিশ্বাসের শক্তি প্রকাশ করেছেন!

গান গাওয়ার পাশাপাশি ২০১৪ সালে শাং উন চিয়ে নিজস্ব সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন সংগীত অনুষ্ঠানেও তাকে দেখা যায়। এসময় ইলেকট্রনিক গানের পাশাপাশি শাং উন চিয়ে অন্যান্য অনেক ধরনের গান গেয়েছেন। এতে তার গান রচনা আরও পরিপক্ব হয়েছে। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'গায়কে' তার গাওয়া একটি সুন্দর গান 'রানী'।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে শাং উন চিয়ের আরও একটি আবেগপূর্ণ গান 'অতিথি পাখি' শুনবো। আশা করি, তার গান আপনাদের ভালো লাগবে।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040