আপনারা শুনেছেন চীনা গায়ক হুয়া ছেন ইয়ু'র গান 'অনুসন্ধান'। শুরুতেই তিনি তার রচনা প্রতিভা ও বৈশিষ্ট্যময় সংগীতশৈলীর জন্য বিখ্যাত হয়ে ওঠেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনা গায়ক হুয়া ছেন ইয়ু'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।
হুয়া ছেন ইয়ু ১৯৯০ সালে চীনের হুপেই প্রদেশের শিইয়ান শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক স্কুলে তিনি সংগীতের প্রতি তীব্র আগ্রহী হয়ে ওঠেন এবং বাদ্যযন্ত্র শিখতে শুরু করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় বাবার সমর্থনে হুয়া ছেন ইয়ু বাড়ি ছেড়ে অন্য শহরে সংগীত শিখতে যান। এরপর বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। ফলে উহান সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হয়ে সংগীত নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় গান গাওয়ার পাশাপাশি তিনি নিজে সংগীত রচনা করতে শুরু করেন।
২০১৩ সালে হুয়া ছেন ইয়ু তখনকার চীনে খুব জনপ্রিয় একটি সংগীত টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি 'কথা-নয়' গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। এই গানের কারণে হুয়া ছেন ইয়ু অনেক বিতর্কে পড়েন! তবে পরের প্রতিযোগিতায় তিনি চমত্কার পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হন। বন্ধুরা, এখন সেই অনুষ্ঠানে হুয়া ছেন ইয়ু'র গাওয়া একটি সুন্দর গান 'আমি' শুনবো।
এই অনুষ্ঠানের মাধ্যমে হুয়া ছেন ইয়ু সবার কাছে পরিচিত হয়ে ওঠেন এবং তার বৈশিষ্ট্যময় সংগীতশৈলী গভীর প্রভাব ফেলে। এর আগে, খুব কম লোক হুয়া ছেন ইয়ুকে চিনতো। তিনি একটি গানে বলেছেন: আমি শুধু ভিন্ন রংয়ের আতশবাজি। সেই অনুষ্ঠানে তার সংগীত প্রতিভা স্বীকৃতি পায়, দর্শকের প্রশংসাও পায়। একজন আত্মবিশ্বাসী গায়ক হিসেবে হুয়া ছেন ইয়ু নিজের পেশাদার সংগীত জীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন হুয়া ছেন ইয়ু'র গান 'আমি ও আমি'।
হুয়া ছেন ইয়ুর সংগীতগুলো অসাধারণ। তিনি নিজের মতো করে জীবন ও সমাজ দেখেন এবং সংগীত রচনা করেন। ২০১৪ সালে তিনি 'আতশবাজির ধূলিকণা' রচনা করেন। গানের কথাগুলো খুবই আকর্ষণীয়। বন্ধুরা, এখন এই সুন্দর গানটি শুনবো।
পশ্চিম অভিমুখে যাত্রা চীনের বিখ্যাত প্রাচীন গল্প। এর ওপর ভিত্তি করে অসংখ্য নাটক চলচ্চিত্র ও গান রচিত হয়েছে। এখন, এই গল্পের প্রধান চরিত্র সুন উ খোং অনুসারে তৈরি গান 'ছি থিয়ান' শুনবো। গানটি লিখেছেন হুয়া ছেন ইয়ু। 'ছি থিয়ান' সুন উ খোংয়ের উপাধি। এর অর্থ, তার দক্ষতা আকাশের মতো উঁচু। বন্ধুরা, এখন হুয়া ছেন ইয়ু'র গান 'ছি থিয়ান' শুনুন।
২০১৫ সালে হুয়া ছেন ইয়ু'র দ্বিতীয় অ্যালবাম 'এলিয়েন' (Alien) বের হয়। সংগীত জীবনের শুরুতে লোকেরা সবসময়ে তাকে 'এলিয়েন' ভাবত। কিন্তু, তিনি বিশ্বাস করতেন, তার সংগীত অন্যদের চেয়ে ভিন্ন। তার ধারণা ঠিক। তাই, হুয়া ছেন ইয়ু এই অ্যালবাম প্রকাশ করেন। তিনি আশা করেন, মানুষ অন্যের কথায় কান না দিয়ে, তার সংগীত গ্রহণ করবে। বন্ধুরা, এখন অ্যালবামের একটি গান 'আমি তোমাকে খেয়াল করি না' শুনবো।
বন্ধরা, অনুষ্ঠানের শেষে হুয়া ছেন ইয়ু'র যৌবন সম্পর্কিত একটি সুন্দর গান 'হেং ছোং চি চুয়াং' শুনবো। আশা করি, তার গান আপনাদের ভালো লাগবে।
(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)