চলচ্চিত্র নির্মাণের পথে চীনের পাঁচজন তরুণ নির্মাতার আনন্দ-বেদনার কথা
  2019-07-25 18:53:37  cri

তরুণ পরিচালকদের জন্য কিভাবে স্বীকৃতি পাওয়া যায় এবং উপযুক্ত সহযোগী খুঁজে বের করে যৌথভাবে নিজের প্রথম চলচ্চিত্র সম্পন্ন করা যায়, তা খুব কঠিন একটি প্রক্রিয়া। চলতি বছর অর্থাত্ ২০১৯ সালের নবম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চলাকালে আগের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ভেনচার ক্যাপিটাল নির্বাচনে অংশগ্রহণকারী পাঁচজন তরুণ পরিচালক, অর্থাত্ ছৌ শেং, সুই সিয়াং ইউন, কু সিও কাং, লিয়াং মিং এবং পাও ইন কে সি কে তাদের প্রথম চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তারা দর্শকদের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের পথে তাদের আনন্দ-বেদনা ভাগাভাগি করেন।

জন্মস্থানের চিত্রগ্রহণ এবং জন্মস্থানের মানুষ ও কাহিনী তুলে ধরা হলো এই পাঁচ তরুণ পরিচালকের প্রথম চলচ্চিত্র নির্মাণের অভিন্ন অনুপ্রেরণার উত্স।

পরিচালক লিয়াং মিংয়ের প্রথম ফিচার ফিল্ম 'রি কুয়াং চি সিয়া' অষ্টম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ভেনচার ক্যাপিটাল নির্বাচনে শ্রেষ্ঠ পুরস্কার পায়। চীনা ভাষা 'রি কুয়াং চি সিয়া'-এর অর্থ হলো সূর্যের আলোর নীচে। এতে গত শতাব্দীর ৯০'র দশকের শেষ দিকে উত্তর-পূর্ব চীনের সীমান্তে তুষার পড়া শীত্কালে এক বড় ভাই ও ছোট বোনের যৌবনকালের গল্প স্মৃতিচারণ করার কাহিনী ফুটিয়ে তোলা হয়।

লিয়াং মিং বলেন, তিনি শৈশবকালে জন্মস্থান ই ছুনের জীবনকে খুব মিস করেন। তিনি নিজের স্মৃতি চলচ্চিত্রে আবার ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। তিনি বলেন, ২০০০ সালের আগে যোগাযোগ ও ইন্টারনেট বর্তমানের মতো এত উন্নত ছিলো না। সেই সময় জন্মস্থানের হাওয়ায় বেড়ে ওঠা ওই আনন্দ এখনকার চেয়ে ভিন্ন রকম। আমি সেই সময়ের অনুভূতি আবার পেতে চাই।

লিয়াং মিংয়ের মতো একই ধরনের চিন্তা-ধারা পোষণ করেন ৩১ বছর বয়সী পরিচালক কু সিও কাং। জন্মস্থান চে চিয়াং প্রদেশের ফু ইয়াংয়ের দ্রুত পরিবর্তন নিয়ে তিনি 'ছুন চিয়াং শুই নুয়ান' নামে নিজের প্রথম চলচ্চিত্রে যুগের পরিবর্তনে জন্মস্থানের মানুষ ও মমতার বন্ধন তুলে ধরেন। উল্লেখ্য, চীনা ভাষা 'ছুন চিয়াং শুই নুয়ান'-এর অর্থ হলো বসন্তকালের নদীর উষ্ণ পানি। তিনি বলেন, আমার জন্মস্থান আগে প্রিফেকচার-স্তর শহর ছিলো। জি-টোয়েন্টির পর হাং চৌ ব্যাপকভাবে উন্নয়নের আওতা সম্প্রসারণ করে। ফু ইয়াং হাং চৌয়ের একটি জেলা হয়ে ওঠে। তারপর সেখানে বিশাল পরিবর্তন ঘটে। আমার জন্মস্থানে পাতালরেল, সড়ক ও রেলপথ নির্মিত হয়। আমি এমন ধরনের পরিবর্তন শুটিং করতে চাই।

ছেন ছাই ইউন প্রথম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব থেকে নবম উত্সব পর্যন্ত চলচ্চিত্র বাজারের দায়িত্বশীল কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি তরুণ পরিচালক ও চিত্রনাট্যকার লালন পালনের প্রচেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, চলচ্চিত্র রচনা হলো খুব কষ্টকর একটি পথ। সফলতা পাওয়া সহজ ব্যাপার নয়। তবে তরুণ পরিচালকদের উদ্যম ও উত্সাহে তিনি খুব উদ্বুদ্ধ হন।

চীনের অন্তর্মঙ্গোলীয় জাতির পরিচালক পাও ইন কে সি কে 'হা রি ফু' নামে চলচ্চিত্রটি নির্মাণের জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি নেন। এ চলচ্চিত্রে অন্তর্মোঙ্গলিয়ার বৃক্ষহীন তৃণভূমিতে মানবজাতির সঙ্গে এক ঘোড়ার মুগ্ধকর গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রের প্রধান চরিত্র এক ঘোড়া ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তোলা হয়। এ চলচ্চিত্রে সেই ঘোড়াটির বড় হওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়।

পরিচালক লিয়াং মি 'রি কুয়াং চি সিয়া' নামে এ চলচ্চিত্র শুটিং করতে মোট ৬ বছর ধরে প্রস্তুতি নেন। গত বছর তিনি প্রযোজককে বলেন, তাকে শুটিং করতে শুরু করতে হবে। কারণ তিনি মনে করেন, সুযোগ এসেছে এবং তিনি আর অপেক্ষা করতে চান না।

মনের উদ্দীপনা এবং অনুপ্রেরণার কারণে এসব তরুণ পরিচালক চলচ্চিত্র রচনায় ঝাঁপিয়ে পড়েন। বিগত ৭ বছরে ছেন ছাই ইউন অনেক তরুণ পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তার দৃষ্টিতে, তরুণ একজন পরিচালকের বিখ্যাত হয়ে উঠার মৌলিক উপাদান দক্ষতা ও শিক্ষার প্রেক্ষাপট নয়, বরং স্বপ্নে অবিচল থাকা। চলচ্চিত্র মানুষের জন্য স্বপ্ন তৈরি করে। স্বপ্ন না থাকলে এই খাতে অবিচল থাকা অসম্ভব বলে তিনি মনে করেন।

পাণ্ডুলিপি ছাড়াও তরুণ পরিচালকদের শুটিং করার প্রথম বড় সমস্যা হলো পুঁজি খুঁজে বের করা।

ছৌ শেংয়ের পরিচালিত 'চিও ছু দে নিও' বা 'উপকন্ঠের পাখি' নামে চলচ্চিত্রটি ২০১৮ সালে প্রথম যুব চলচ্চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ বৈশিষ্ট্যময় ফিল্মের পুরস্কার পায়। তবে পুঁজি সংগ্রহের ক্ষেত্রে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কু সিও কাং তার প্রথম চলচ্চিত্র শুটিং করার সময় পুঁজি সমস্যার সম্মুখীন হন। বন্ধুদের সাহায্যে তিনি চলচ্চিত্রে গ্রীষ্মকালের দৃশ্য শুটিং করেন। তারপর শরতকালের দৃশ্য শুটিং করতে তার আর কোনো টাকা নেই। তারপর তিনি বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রকল্পসহ কয়েকটি রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আবার পুঁজি পান এবং তার চলচ্চিত্রের শুটিং কাজ অব্যাহত রাখতে পারেন।

পুঁজি খুঁজে বের করাসহ শুটিং করার প্রক্রিয়ায় সম্মুখীন সমস্যা প্রসঙ্গে লিয়াং মিং বলেন, একটি চলচ্চিত্র সম্পন্ন করার প্রক্রিয়ায় পরিচালককে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। চলচ্চিত্র নির্মাণ হলো অব্যাহতভাবে সমস্যা সমাধানের প্রক্রিয়া। তোমাকে অসংখ্য প্রতিবন্ধকতা ও হঠাত্ করে ঘটা পরিস্থিতি সমাধান করতে হবে।

কিভাবে অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়, এটা হলো তরুণ পরিচালকের সম্মুখীন আরেকটি চ্যালেঞ্জ। কয়েকজন পরিচালক বলেন, শুটিং করার আগে প্রধান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করা খুব গুরুত্বপূর্ণ। তরুণ পরিচালক সু সিয়াং ইউন বলেন, একজন পরিচালক হিসেবে গভীরভাবে নিজের পাণ্ডুলিপি বুঝতে হবে।

পাণ্ডুলিপি রচনা, পুঁজি বিনিয়োগ খুঁজে বের করা এবং শুটিং করার পর সম্পাদনার প্রক্রিয়ায় ৫ জন পরিচালক অবিচল থাকার ওপর গুরুত্বারোপ করেন। ছৌ শেং বলেন, রচনার জন্য পুঁজি বিনিয়োগ খুঁজে বের করা সূচনা নয়, গন্তব্যও নয়। নিজের ছন্দ বজায় রেখে নিজের লক্ষ্যের উদ্দেশ্যে সাহস নিয়ে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040