চীনের ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান 'সাহসী জীবন'
  2019-07-18 15:47:27  cri

'সাহসী জীবন' নামের এ অনুষ্ঠানটি একটু বিশেষ। কারণ এটি হলো 'প্রামাণ্যচিত্র' এবং 'রিয়েলিটি শো'-এর সমন্বয়ে তৈরি চীনের প্রথম অনুষ্ঠান।

এ অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থাপক আ ইয়া একজন তারকার সঙ্গে কোনো একটি জায়গায় ভ্রমণ করেন এবং বিভিন্ন রকমের জীবন অভিজ্ঞতা করেন।

এ অনুষ্ঠানের পরিচালকের নাম চাও ছি। তিনি একই সঙ্গে অ্যামি অ্যাওয়ার্ডস, ইভেন্স অ্যাওয়ার্ড, গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস, সানড্যান্স অ্যাওয়ার্ডস ও এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস অর্জনকারী প্রথম চীনা মানুষ। 'সাহসী জীবন' অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, এ অনুষ্ঠান শুটিংয়ের সময় প্রতিবার বাইরে অনেক অজ্ঞাত জিনিসের মুখোমুখি হয়েছি। এটি হলো আমাদের বিশাল এক মজার বিষয়।

তিনি বলেন, সত্যতা হলো এ অনুষ্ঠানের সবচেয়ে মৌলিক নীতি। আফ্রিকায় শুটিং করতে রাস্তায় প্রায় প্রতিদিন ৮ঘন্টা ভ্রমণ করতে হয়েছে। এর মানে এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক কর্মী, উপস্থাপক ও অংশগ্রহণকারীরা সারা দিন গাড়িতে থাকতেন।

গাড়িতে থাকার সময় উপস্থাপক এবং অংশগ্রহণকারী তারকারা বাইরে শান্তভাবে বিশাল প্রান্তর, হ্রদ ও সূর্যাস্ত দেখেন। এই দৃশ্য দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

এ অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থাপক আ ইয়া নিজের ঘনিষ্ঠ বন্ধু সিও এসকে আমন্ত্রণ জানান। তাদের এই বন্ধুত্বের সম্পর্ক প্রায় ২০ বছরের।

প্রথম পর্বে সিও এস হাতি দেখতে আফ্রিকায় যাওয়ার প্রস্তাব উত্থাপন করেন। কারণ সিও এস হাতি খুব পছন্দ করেন। তার ইংরেজি নাম হাতির সঙ্গে সম্পর্কিত, তার প্রকাশিত অ্যালবাম হাতির সঙ্গে সম্পর্কিত এবং তার শরীরে হাতির একটি উলকি আঁকা।

জাম্বিয়ায় পৌঁছানোর পর পরই সিও এস পর্যটকদের মতো কাছ থেকে হাতি দেখতে এবং তাকে স্পর্শ করতে চান। তবে যাত্রায় ঘটা অবিশ্বাস্য অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়।

জাম্বিয়ায় অবস্থিত হাতির অভয়াশ্রমে সিও এস হাতিকে স্পর্শ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে র‍্যাশেল নামে একজন দায়িত্বশীল কর্মকর্তা তাকে বাধা দেন। কারণ তিনি মনে করেন, হাতির স্বাভাবিক জীবনে বিরক্ত করা উচিত নয়। মানুষ নিজের জায়গায় দাঁড়িয়ে হাতিকে দেখেন, এটাই যথেষ্ট। যদি হাতি মানবজাতির আলিঙ্গনের অপেক্ষা করে, তাহলে তাদেরকে সত্যিকারের বন্যপ্রাণী বলে গণ্য করা যাবে না।

হাতির এই অভয়াশ্রমটি যেখানে অবস্থিত সেখানে মাঝেমাঝে হাতি চোরাকারবারির ঘটনা ও হাতির সঙ্গে মানুষের সংঘর্ষ ঘটে থাকে।

কোনো এক নারী হাতি তার দাঁত শিকার করার জন্য প্রাণ হারালে তার বাচ্চা অর্থাত্ ছোট হাতিও বেঁচে থাকতে পারে না।

র্যাশেল তাদেরকে জানান, প্রতি দিন আফ্রিকায় প্রায় শতাধিক হাতি নিহত হয়। চোরাকারবারিরা কুঠার দিয়ে হাতির মাথা কেটে তাদের দাঁত ছিনিয়ে নেয়। তারা এই কাজ খুব দ্রুত করে। তারা ভীষণ নিষ্ঠুর। তারা মুহূর্তের মধ্যেই এই কাজ করে ফেলতে পারে। তারা শুধুমাত্র কোনো গয়না তৈরি করার জন্য হাতি হত্যা করে।

হাতি সাধারণত খুব শান্ত স্বভাবের। তারা পরিবার ও মৈত্রীর ওপর গুরুত্বারোপ করে। তাদের স্মৃতিশক্তি মানুষের স্মৃতিশক্তির চেয়ে শক্তিশালী। এ কারণে তারা যে-কোনো বেদনাদায়ক স্মৃতি সহজে ভুলে যেতে পারে না।

হাতির অভয়াশ্রমে চামিলান্দো নামে এক হাতি আছে। যখন তার মাকে হত্যা করা হয়, তখন সে তার মায়ের পাশেই ছিলো। এখন প্রতি রাতে ঘুমানোর সময় সে খুব ভয়ঙ্কর শব্দ করে। কারণ সে এ ঘটনা ভুলতে পারেনা এবং এবং দুঃস্বপ্ন দেখে।

দ্বিতীয় দিন সিও এস এবং আ ইয়া গাড়ি চালিয়ে জাতীয় পার্কে যান। তবে সন্ধ্যার সময় আকস্মিক ঘটনা ঘটে। দু'টি ছোট হাতি জাতীয় পার্কের শিবিরে ফিরে আসে নি। র্যাশেল এবং উদ্ধার দল এ দু'টি হাতিকে খুঁজে বের করতে যায়। সিও এস এবং আ ইয়া অনুষ্ঠান বন্ধ করে উদ্ধার দলে যোগ দেন। ছোট হাতিকে খুঁজে বের করতে তারা ড্রোন পাঠায়। তবে বনে তারা শকুনিবিশেষ আবিষ্কার করে। সাধারণভাবে বলা যায়, পশুপ্রাণীর লাশ থাকলে শকুনিবিশেষ দেখা যায়।

অবশেষে গভীর রাতে উদ্ধার দল ছোট হাতিকে খুঁজে বের করে। তবে সঙ্গে সঙ্গে বনে তারা নিহত এক হাতির লাশও আবিষ্কার করে। দেখা যায়, হাতির মুখ কাটা এবং তার দাঁত নেই।

এই দৃশ্য দেখে সিও এস নিজের চোখ বিশ্বাস করতে চান না। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই হাতিকে হত্যা করা হয়েছে, তা আমি সত্যিই বিশ্বাস করতে চাই না।

বন্য হাতিকে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তাদের প্রথম পদক্ষেপ হলো মানুষের রাইডিং। আসলে হাতির পিঠে দীর্ঘকাল ধরে একটি বড় লোহার চেয়ার এবং দু'জন মানুষের ওজন বহন করা অনেক কষ্টকর।

প্রশিক্ষণের প্রক্রিয়ায় অনেক হাতি মারা যায়। তাদের মধ্যে কেউ দমবন্ধ হয়ে মারা যায়, কেউ কেউ ক্ষুধার্ত হয়ে মারা যায়, কেউ কেউ চাপের কারণে মারা যায়, কেউ কেউ মর্মবেদনার কারণে মারা যায়।

এখন পর্যন্ত 'সাহসী জীবন' অনুষ্ঠানের মোট ১০টি পর্ব প্রচারিত হয়েছে। প্রতিটি পর্বে একজন তারকা এবং তাদের যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। প্রতিটি পর্বে প্রকৃতির সঙ্গে মনের আঘাত ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি পর্বে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনের প্রতি মানুষের সাধনা প্রকাশিত হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040