ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চার্লস মিশেলকে সি চিন পিংয়ের অভিনন্দন
  2019-07-09 14:39:03  cri

জুলাই ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চার্লস মিশেলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন ও ইউরোপের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। বিভিন্ন পর্যায়ে দু'পক্ষের বিনিময় ঘনিষ্ঠ হচ্ছে, কার্যকর সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে, সাংস্কৃতিক বিনিময় উজ্জ্বল হচ্ছে এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা কার্যকর হচ্ছে। চীন-ইউরোপ সম্পর্কের দীর্ঘস্থায়ী স্থিতিশীল উন্নয়ন দু'পক্ষের জন্য কল্যাণকর এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে জানান সি। চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়নের ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়ে সি বলেন, মিশেলের সঙ্গে চীন-ইউরোপ শান্তি, উন্নয়ন, সংস্কার ও সংস্কৃতি- এই চারটি খাতে অংশীদার সম্পর্ক উন্নত করতে আগ্রহী চীন।

এদিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংও মিশেলকে অভিনন্দন জানান।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040