চীন-মার্কিন মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ে আঘাত বন্ধ করা উচিত: যুক্তরাষ্ট্রকে চীনা মুখপাত্র
  2019-07-09 10:33:44  cri
জুলাই ৯: যুক্তরাষ্ট্রে এক চীনা অধ্যাপকের বিরুদ্ধে অযৌক্তিক তদন্ত চালানোয় তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন আশা করে যুক্তরাষ্ট্র চীনের উন্নয়ন ও চীন-মার্কিন সম্পর্ক নিয়ে সঠিক মনোভাব পোষণ করবে এবং দু'দেশের মানবিক ও সাংস্কৃতিক বিনিময়ে আঘাত হানার মতো ভুল পদক্ষেপ নেবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের এক চীনা অধ্যাপক উ সি ফেং-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অযৌক্তিক তদন্ত চালিয়েছে এবং প্রফেসর উ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মার্কিন গণমাধ্যম বলছে, চীন-মার্কিন মানবিক ও সাংস্কৃতিক বিনিময় এবং বৈজ্ঞানিক সহযোগিতায় বাধা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের জন্য ক্ষতিকর।

মুখপাত্র কেং শুয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মানবিক ও সাংস্কৃতিক বিনিময় দু'দেশের জনগণের উপলব্ধি বাড়ানো ও স্থিতিশীল সম্পর্ক জোরদারে খুব গুরুত্বপূর্ণ এবং দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এক্ষেত্রে আঘাত হেনে চীনের উন্নয়নে বাধা সৃষ্টি করা, মার্কিন স্বার্থের জন্যও ক্ষতিকর।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040