চীনাদের আয় বাড়ছে, ভোক্তার উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি
  2019-07-08 18:57:08  cri
জুলাই ৮: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ রিপোর্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার বিগত ৭০ বছরে চীনা অধিবাসীদের আয় অবিরামভাবে বেড়েছে। ভোক্তার মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। সর্বমুখী সচ্ছল সমাজ গড়ে তুলতে চেষ্টা করছে চীনারা।

রিপোর্টে বলা হয়, ২০১৮ সালে চীনা ভোক্তাদের মাথাপিছু ব্যয় হয়েছে ১৯ হাজার ৮৫৩ ইউয়ান, যা ১৯৭৮ সালের চেয়ে ১৯.২ গুণ বেশি।

রিপোর্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শুরুর দিকে, অধিবাসীদের আয় ও কেনা-কাটার মান অনেক নিম্ন ছিল। ১৯৫৬ সালে গোটা চীনে মাথাপিছু আয় ছিলো শুধু ৯৮ ইউয়ান, মাথাপিছু কেনা-কাটার পরিমাণ ছিলো ৮৮ইউয়ান।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর পর অর্থনীতির দ্রুত উন্নয়নের কল্যাণে শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় ব্যাপকভাবে বেড়েছে। ২০১৮ সালে মাথাপিছু আয় ২৮ হাজার ২২৮ ইউয়ান, যা ১৯৭৮ সালের চেয়ে ২৪.৩ গুণ বেশি।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040