সহজ চীনা ভাষা-'পাই ছিউ এনের স্মৃতিচারণ'
  2019-07-08 16:15:54  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'পাই ছিউ এনের স্মৃতিচারণ'। এর চীনা ভাষা হলো: 纪念白求恩jì niàn báiqiú ēn।

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

'পাই ছিউ এনের স্মৃতিচারণ' হলো চীনের সাবেক প্রেসিডেন্ট মাও চ্য তুং-এর ১৯৩৯ সালের ২১ ডিসেম্বর পাই ছিউ এন অর্থাত্ হেনরি নর্মান বেথুনের স্মরণে লেখা একটি প্রবন্ধ। হেনরি নর্মান বেথুন ছিলেন কানাডার কমিউনিস্ট পার্টির একজন সদস্য। চীনে জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের সময় তিনি বিশেষ করে চীনে এসে চীনাদের সাহায্য করেছিলেন।

প্রবন্ধে প্রেসিডেন্ট মাও বলেন, বেনরি নর্মান বেথুনের বয়স ৫০ বছরেরও বেশি। চীনের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধে সাহায্য করার জন্য কানাডার কমিউনিস্ট পার্টি এবং যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টি তাঁকে চীনে পাঠায়। তবে, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজের জীবন উত্সর্গ করে দেন।

প্রবন্ধে প্রেসিডেন্ট মাও বলেন, একজন বিদেশি, চীনা জনগণের মুক্তিকে নিজের ব্রত হিসেবে দেখেছেন। এর অর্থ কী? এটি আন্তর্জাতিক মানবতার চেতনা; এটি হলো সাম্যবাদের চেতনা। কমিউনিস্ট পার্টির প্রতিটি সদস্যের এ চেতনা লালন করা উচিত। আমাদের উচিত, ঐক্যবদ্ধ হয়ে জাতি ও জনগণকে মুক্ত করা, বিশ্বের জাতি এবং জনগণকে মুক্ত করা। এটিই হলো আমাদের আন্তর্জাতিকতাবাদ।

এই পাঠের প্রধান শব্দ ও বাক্য হল :

纪念 jì niàn স্মৃতিচারণ করা

为了wèi le কিসের জন্য/ কেন

帮助bāng zhù সাহায্য করা

外国人wài guó rén বিদেশি

每一个měi yī gè প্রত্যেক

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040