ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদলের সংলাপ পুনরায় শুরু হবে
  2019-07-08 13:08:15  cri
জুলাই ৮: ভেনিজুয়েলা সরকার খুব শিগগির বিরোধীদলের সঙ্গে বার্বাডোসে সংলাপ শুরু করবে। ভেনিজুয়েলার তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী এদিন এ-কথা জানিয়েছেন।

তিনি বলেন, এবারের সংলাপ নরওয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য- ভেনিজুয়েলা সরকার ও বিরোধীদলের মধ্যে চলমান রাজনৈতিক সংকট সমাধান করা এবং সংবিধানের আলোকে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।

তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের মনোভাব দৃঢ়। সরকার আশা করে, এতে দেশের শান্তি জোরদার হবে এবং ভালো ফল অর্জিত হবে।

উল্লেখ্য, ভেনিজুয়েলা চলতি বছর রাজনৈতিক সংকটে পড়ে। সরকার ও বিরোধীদল গত মে মাসে নরওয়েতে দু'বার সংলাপের আয়োজন করে। তবে, রাজনৈতিক সংকট সমাধানে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040