গত ৬ মাসে চীনে দৈনিক ১৯ হাজার ৪০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে
  2019-07-08 11:31:08  cri
জুলাই ৮: সম্প্রতি রাষ্ট্রীয় বাজার তত্ত্বাবধান প্রশাসনিক ব্যুরোর সূত্র জানায়, ২০১৯ সালের প্রথমার্ধে চীনে গড়ে দৈনিক ১৯ হাজার ৪০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.১ শতাংশ বেশি।

উল্লেখ্য, চীনে নতুন শিল্পপ্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়ায় মাত্র সাড়ে ৮ দিন সময় প্রয়োজন হয়। বর্তমানে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের কাজও সহজতর হয়েছে এবং চীনের ৭ লাখ ১৭ হাজার ৯০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান সহজে বাজার থেকে বেরিয়ে গেছে। চলতি বছর চীনের বাজার তত্ত্বাবধান বিভাগ 'বাজার অনুমোদন সংস্কার' চালু করেছে এবং তত্ত্বাবধান ও আইন প্রয়োগের কার্যকারিতা জোরদার করেছে; যা আর্থ-সামাজিক উন্নয়নের সুষ্ঠু পরিবেশ গড়ে তুলেছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040