ফিনল্যান্ড সফর করেছেন চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান
  2019-07-08 10:46:31  cri
জুলাই ৮: ফিনিশ সংসদের আমন্ত্রণে চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং ছুন সিয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত ফিনল্যান্ড সফর করেছে। তিনি ফিনিশ সংসদের স্পিকার মাত্তি ভানহানেনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে চাং ছুন সিয়েন বলেন, ২০১৭ ও ২০১৯ সালে প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো সফর বিনিময় করেন এবং চীন-ফিনল্যান্ড সম্পর্কের নতুন যুগ উন্মোচন করেন। চীন ফিনল্যান্ডের সঙ্গে শীর্ষনেতাদ্বয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতা জোরদার করতে, আর্থ-বাণিজ্যিক বিনিয়োগ, পরিচ্ছন্ন সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীর করতে এবং দু'দেশের আইন প্রণয়নকারী সংস্থার বিনিময় বাড়াতে চায়। পাশাপাশি, '২০১৯ চীন-ফিনল্যান্ড শীতকালীন ক্রীড়াবর্ষ' আয়োজন করা এবং ভবিষ্যতমুখী চীন-ফিনল্যান্ড সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করতে চায় চীন।

ভানহাননেন বলেন, ফিনল্যান্ড ও চীনের সম্পর্ক শক্তিশালী। ফিনল্যান্ড দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী উন্নয়নে গুরুত্ব দেয়। ফিনল্যান্ড ইইউ'র পালাক্রমিক সভাপতি এবং আগামী বছর দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে চীনের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা ও কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে এবং চীনের সঙ্গে ফিনল্যান্ড ও ইইউ'র সম্পর্ক উন্নয়ন এগিয়ে নিতে আগ্রহী বলে জানান তিনি।(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040