ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াবে ইরান
  2019-07-08 10:40:40  cri
জুলাই ৮: ২০১৫ সালে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর কথা জানিয়েছে ইরান। গতকাল (রোববার) ইরান সরকার এই সিদ্ধান্ত জানায়।

চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশের সীমা অতিক্রম করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ খালালভানদি এদিন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। দেশের প্রয়োজনের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040