নীল মঙ্গোলিয়া মালভূমি
  2019-07-08 09:24:41  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রথমে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আলিমা'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি চীনের ইনার মঙ্গোলিয়ার বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নীল মঙ্গোলিয়া মালভূমি' শীর্ষক গান শোনাবো। গানটি মঙ্গোলিয়ার লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মঙ্গোলীয় জাতির নারী কন্ঠশিল্পী আলিমার কন্ঠে 'নীল মঙ্গোলিয়া মালভূমি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চুং হান লিয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৪ সালের ৩০ নভেম্বরে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও নৃত্যশিল্পী। ১৯৯৩ সালে তিনি হংকংয়ের টিভিবির অভিনেতা হিসেবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালে তিনি প্রথম নিজের অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পৃথিবীর বাতাস' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। গানটি একটি ওয়েবসাইট গেমসের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চুং হান লিয়াংয়ের কন্ঠে 'পৃথিবীর বাতাস' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চং চেন থাও'র কন্ঠে গান শোনাবো। চুং চেন থাও ১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'আগে' শীর্ষক গান। গানটি ১৯৮৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চুং চেন থাও'র কন্ঠে 'আগে' শীর্ষক গান। ১৯৭৩ সালে তিনি অন্য চার জনের সঙ্গে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। ১৯৭৮ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালে তিনি প্রথম নিজের অ্যালবাম প্রকাশ করেন। তিনি বেশ কয়েকটি সংগীত ও চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যতদিন তুমি আমার চেয়ে ভাল' নামের গান শোনাবো। গানটি ১৯৮৯ সালে রিলিজ হয়। গানটি চুং চেন থাও'র সবচেয়ে বিখ্যাত গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চুং চেন থাও'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চৌ শেন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বরে কুইচৌ প্রদেশের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ইউক্রেনের লভিভ সরকারি সংগীত একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'বড় মাছ' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। এটি চীনের একটি কার্টুন চলচ্চিত্রের থিম সং। গানটিতে চীনা লোকসংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চৌ শেন'র কন্ঠে 'বড় মাছ' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন। ২০১৫ সালের এপ্রিলে তিনি চলচ্চিত্রের থিম সং গান। ওই বছর তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সং গেয়েছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আগের সমুদ্র' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040