'একটি গাছ'
  2019-07-08 09:17:11  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চাও চাও'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। তিনি ১৯৭৯ সালের ১৭ মার্চ চীনের শানতুং প্রদেশের লিয়াওছেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা লোকগানশিল্পী এবং সংগীত-প্রয়োজক। চাও চাও'র ১২ বছর বয়সের সময় তার বাবা মারা যান। এই ঘটনা তার সংগীতে ভীষণভাবে প্রভাব ফেলে। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'যখন তুমি বয়স্ক' নামের গান। গানটিতে চাও চাও তাঁর মা-কে মিস করার অনুভূতি প্রকাশ করেন। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। গানটির কথা আয়ারল্যাণ্ডের বিখ্যাত কবি উইলিয়াম বাটলার ইয়েটস'র কবিতা 'When You Are Old' থেকে নেওয়া হয়েছে। চাও চাও গানটিতে সুর দিয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাও চাও'র কন্ঠে 'যখন তুমি বয়স্ক' নামের গান। হাইস্কুলে পড়ার সময় তিনি স্কুলের লেখক সমিতিতে অংশ নেন। তখন থেকে সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯ বছর বয়সের সময় তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০ বছর বয়স থেকে তিনি সংগীত রচনা শুরু করেন। ১৯৯৮ সাল থেকে তিনি বেইজিংয়ে চীনা লোকসংগীত নিয়ে কাজ শুরু করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবামের কারণে একটি সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তার 'যখন বৃদ্ধ হবে' গানটি একটি প্রতিযোগিতার শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার লাভ করে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'একটি গাছ' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাও চাও'র কন্ঠে কয়েকটি গান। এখন একজন রক কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। তিনি হলেন জেং জুন। তিনি ১৯৬৭ সালের ৬ নভেম্বর শেনসি প্রদেশের সিআন শহরে এক বুদ্ধিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। তার যখন সাত বছর বয়স তখন তার বাবা মারা যান। তিনি হাংচৌ দিয়ানজি ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। ১৯৯০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে 'বারূদ' নামের একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'লাসায় ফিরে এসেছি' নামের গান। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয় এবং তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জেং জুন'র কন্ঠে 'লাসায় ফিরে এসেছি' শীর্ষক গান। ১৯৯৪ সালে তিনি নিজের প্রথম রক গানের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটির বেশ কয়েকটি গান এখনো চীনে খুব জনপ্রিয়। এ ছাড়া তিনি একজন লেখকও। তিনি ১৯৯৬ সালে নিজের প্রথম উপন্যাস প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি নিজের প্রথম কমেডি বই 'রক ডগ' প্রকাশ করেন। এখন আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'গভীর ভালবাসা' নামের গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটি হল একটি কার্টুন চলচ্চিত্রের থিম সং। কার্টুন চলচ্চিত্রের শিরোনাম 'রক ডগ'। জেং জুন কার্টুন চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জেং জুন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে 'বেইজিং অপেরা মাস্ক' নামের একটি গান শোনাবো। গানের সুরে বেইজিং অপেরার বৈশিষ্ট্য রয়েছে। গেয়েছেন চাও চং স্যিয়াং। তিনি ১৯৪২ সালের ১৬ জানুয়ারি মাসে হ্যেবেই প্রদেশের স্যিংথাই শহরের নিচিন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)'র 'মানুষ ও প্রকৃতি' অনুষ্ঠানের প্রধান সম্পাদক। তিনি ১৯৫৯ সালে সিসিটিভিতে যোগ দেন। তখন সিসিটিভি'র নাম বেইজিং টিভি কেন্দ্র ছিল। ১৯৭৯ সালে তখন চীনের সর্বোচ্চ নেতা দেং স্যিয়াও ফিংয় যুক্তরাষ্ট্র সফরকালে তিনি তখন মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টারের সাক্ষাত্কার নিয়েছেন। আশা করি, বন্ধুরা তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাও চং স্যিয়াংয়ের কন্ঠে একটি গান। এখন আমি আপনাদেরকে একজন জাপানি কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন কাসুকে আতারী (Kousuke Atari)। তিনি ১৯৮০ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। ১৯৯৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি জাপানের একটি সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০২ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি দ্বাদশ অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আজকের অনুষ্ঠানে তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040