পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে 'কৌশলগত ধৈর্য' অবলম্বন করেছে ইরান
  2019-07-07 17:09:11  cri
জুলাই ৭: ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (শনিবার) সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে ফোনালাপে বলেন, বিগত ১৪ মাসে পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে 'কৌশলগত ধৈর্য' অবলম্বন করেছে ইরান। এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরও প্রচেষ্টা চালাবে বলে তেহরান প্রত্যাশা করে।

ইরানি প্রেসিডেন্ট-ভবনের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে, বিগত ১৪ মাসে পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে 'কৌশলগত ধৈর্য' অবলম্বন করেছে ইরান। এই চুক্তি ও জাতিসংঘ প্রস্তাবের আওতায় ইইউ'র ভূমিকা পালন করা দরকার।

প্রেসিডেন্ট রুহানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাকে 'সর্বাত্মক অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই যুদ্ধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে নতুন হুমকির জন্ম হতে পারে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040