লিয়াং চু প্রাচীন নগরের ধ্বংসাবশেষ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, এ নিয়ে চীনের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা ৫৫টি
  2019-07-07 17:07:59  cri

জুলাই ৭: চীনের লিয়াং চু প্রাচীন নগরের ধ্বংসাবশেষ গতকাল (শনিবার) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে চীনের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে, যা বিশ্বে প্রথম।

এদিন ৪৩তম ইউনেস্কোর বিশ্ব উত্তরাধিকার কমিটির সম্মেলন বাকুতে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা দেশ হিসেবে আজারবাইজানের প্রতিনিধি ভাষণে বলেন, চীনের লিয়াং চু প্রাচীন নগরের ধ্বংসাবশেষ থেকে স্পষ্ট যে, পাঁচ সহস্রাধিক বছর আগে চীন ও পূর্ব এশিয়া অঞ্চলের সভ্যতা ছিলো উচ্চপর্যায়ের। চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক লিউ ইয়ু চু চীন সরকারের পক্ষে বিশ্ব উত্তরাধিকার কমিটি এবং আজারবাইজানকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, লিয়াং চু প্রাচীন নগরের ধ্বংসাবশেষ চীনের চে চিয়াং প্রদেশের হাং চৌ শহরে অবস্থিত, যা থাই হু অববাহিকার একটি আঞ্চলিক দেশের রাজধানী ছিলো। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040