পরিবাহক রকেটের সাহায্যে নির্দিষ্ট কক্ষপথে ৩৩টি উপগ্রহ পাঠিয়েছে রাশিয়া
  2019-07-06 16:25:06  cri
জুলাই ৬: রাশিয়ার মহাকাশ সংস্থা গতকাল (শুক্রবার) দেশটির পূর্বাঞ্চলীয় মহাকাশ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে একটি পরিবাহক রকেটের সাহায্যে ৩৩টি উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পাঠিয়েছে।

এদিন রুশ মহাকাশ সংস্থার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পরিবাহক রকেটটি মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে পূর্বাঞ্চলীয় মহাকাশ উত্ক্ষেপণ কেন্দ্রে থেকে উত্ক্ষেপণ করা হয়। উড্ডয়নের ৪ ঘন্টা পর ১টি আবহাওয়া উপগ্রহ ও অন্যান্য ৩২টি ছোট্ট আকারের উপগ্রহ পালাক্রমিকভাবে নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে।

জানা গেছে, এই আবহাওয়া উপগ্রহটি রাশিয়ার আবহাওয়ার তত্ত্বাবধান মান উন্নয়ন করতে সক্ষম। অন্যান্য ৩২টি উপগ্রহ জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ব্রিটেন, সুইডেন, ফিনল্যান্ড, থাইল্যান্ড, ইকোয়েডর, চেক প্রজাতন্ত্র ও এস্তোনিয়ার। এ উপগ্রহগুলো বৈজ্ঞানিক পরীক্ষার দায়িত্ব পালন করবে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040