চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত্
  2019-07-05 19:41:42  cri
জুলাই ৫: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশের মৈত্রী সুদীর্ঘকালের। বর্তমানে চীন ও বাংলাদেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দু'দেশের সহযোগিতা জোরদার করা দু'দেশ ও এশিয়ার জন্য কল্যাণকর।

সি চিন পিং বলেন, চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনকে সমর্থন দিয়ে আসছে; চীন এজন্য ধন্যবাদ জানায়। চীন বাংলাদেশের সঙ্গে ডিজিটাল অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৮ বছর এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরে অভিনন্দন জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে অবকাঠামো, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়।

এদিন, চীনের জাতীয় গণ-কংগ্রেসের চেয়ারম্যান লি চান সু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040