হংকং ইস্যুতে ব্রিটেনের রাজনীতিবিদদের 'অন্যায্য কথা' উন্মোচিত: সিআরআই সম্পাদকীয়
  2019-07-05 19:03:16  cri
জুলাই ৫: সম্প্রতি হংকংয়ে কিছু চরমপন্থি আইন পরিষদ ভবনে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাংচুর করে। এরপর ব্রিটেনের কোনো কোনো রাজনীতিবিদ ইতিহাসে 'চীন-ব্রিটেন যৌথ বিবৃতি' সম্পর্কে মন্তব্য করেন। ব্রিটেনের উদ্যোগে 'হংকংবাসীর স্বাধীনতা রক্ষার' বিষয়ে সমর্থন জানায় তারা। তাদের সশস্ত্র আচরণ হংকং সরকারের দমন করা উচিত্ নয় বলেও মন্তব্য করেন তারা। এসব মন্তব্যে 'সাদাকে কালো বলে চালিয়ে দেওয়ার' চেষ্টা করা হয়; যার কোনো ভিত্তি নেই। এসব বক্তব্যের মাধ্যমে ব্রিটিশ রাজনীতিকদের 'অন্যায্য কথা' প্রকাশিত হয়েছে বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়। এসব মন্তব্য হংকং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং নিঃসন্দেহে চীন-ব্রিটেন সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে বলে জানায় সম্পাদকীয়।

'চীন-ব্রিটেন যৌথ বিবৃতি' হলো চীন ও ব্রিটেনের মধ্যে ১৯৮৪ সালে স্বাক্ষরিত চুক্তি। এতে হংকংয়ে চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী সময় সংশ্লিষ্ট বন্টন নিয়ে স্বাক্ষরিত রাজনৈতিক দলিল এটি। ১৯৯৭ সালের পহেলা জুলাই হংকং চীনের কোলে ফিরে আসার পর চুক্তি অনুযায়ী হংকংয়ের ওপর থেকে ব্রিটেনের সব অধিকার ও দায়িত্ব শেষ হয়ে যায়।

সম্পাদকীয়তে বলা হয়, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল আইন ও নিয়ম অনুযায়ী সশস্ত্র ঘটনা মোকাবিলা করেছে। হংকংয়ের মৌলিক আইন অনুযায়ী হংকংবাসীর মতামত জানানো, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করার স্বাধীনতা ও অধিকার আছে। তবে, এসব অধিকার উপভোগের সময় অন্যদের অধিকারের প্রতি সম্মান জানানো এবং গণ-শৃঙ্খলা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা উচিত্ নয়। হংকংয়ের পুলিশ অপরাধীদের শাস্তি দেওয়ার মাধ্যমে হংকংয়ে আইনের শাসন রক্ষা করেছে বলে সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়।

(লিলি/তৌহিদ/ফেইফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040