দেশ পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন করা উচিত: সি চিন পিং
  2019-07-05 18:49:15  cri

জুলাই ৫: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি এবং দেশীয় বিভিন্ন সংস্থার সংস্কারের সারসংকলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

সম্মেলনে সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি ও দেশীয় সংস্থার সংস্কার জোরদারের মাধ্যমে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হয়েছে। সি চিন পিং বলেন, আমরা পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের বিভিন্ন ধরনের সংস্থার সংস্কার জোরদার করবো, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব সুসংহত করবো, সরকার পরিচালনা ব্যবস্থা, সশস্ত্র শক্তি, জনগণ ও বিভিন্ন গোষ্ঠীর প্রাণশক্তি জোরদার করবো। আমাদের উচিত, সিপিসি ও দেশীয় সংস্থার সংস্কারে অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতার সারসংকলন করা, সংস্কারের অর্জন সুসংবদ্ধ করা, অব্যাহতভাবে সিপিসি ও দেশীয় সংস্থার কার্যকারিতা সুসংহত করা এবং দেশ পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন জোরদার করা।

সি চিন পিং আরও বলেন, সিপিসি ও দেশীয় সংস্থার সংস্কার সম্প্রসারণ করা চীনের সার্বিক সংস্কার জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিপিসি ও দেশীয় সংস্থার সংস্কারে মূল্যবান অভিজ্ঞতা অর্জিত হয়েছে উল্লেখ করে সি বলেন, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন জোরদার করতে হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040