রোববারের আলাপন-190707
  2019-07-07 15:45:06  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা চীনের নারী বাস্কেটবল-সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করবো।

হল্যান্ডে স্থানীয় সময় ২৩ জুন আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (এফআইবিএ)-র ৩×৩ নারী বাস্কেটবল বিশ্বকাপ-২০১৯ এর ফাইনালে চীনের নারী বাস্কেটবল দল ১৯:১৩ পয়েন্টে হাঙ্গেরিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এটি হচ্ছে চীনের ৩×৩ বাস্কেটবল খেলার ইতিহাসে প্রথম প্রাপ্তবয়স্ক গ্রুপের বিশ্ব চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপে চীনের নারী দলটির পারফরমেন্স অসাধারণ। কোয়ার্টার ফাইনালে তারা রোমানিয়াকে ১৬:১২ পয়েন্টে পরাজিত করে। এ ছাড়া, সেমিফাইনালে তারা ১৫:১৪ পয়েন্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

চীনের বাস্কেটবল সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এবারের বিশ্বকাপের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ নেওয়ার সময় চীনের দলটি অনেক কঠিন অবস্থা মোকাবিলা করে কৌশলগতভাবে অনেক অগ্রগতি অর্জন করে।

তিনি আরো বলেন, এবার চ্যাম্পিয়ন হওয়া আসলে একটু বিস্ময়কর। কারণ বিশ্বকাপের আগে আমরা এ লক্ষ্য নির্ধারণ করি নি। প্রকৃতপক্ষে এবারের বিশ্বকাপের মাধ্যমে খেলোয়াড়দের উন্নতি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এটি আগামী বছরের টোকিও অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি। আশা করি এবার চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এ খেলা বাস্কেটবল মহলের অনেক দৃষ্টি আকর্ষণ করবে। যাতে আরো বেশি তরুণ বন্ধুরা এ খেলায় অংশ নিতে পারেন এবং দেশের জন্য গৌরব অর্জন করতে পারেন।

বন্ধুরা, ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসে ৩×৩ বাস্কেটবল প্রথম বারের মতো অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক ইভেন্টে পরিণত হবে। আশা করি চীনের দলটি এবং বিশ্বের বিভিন্ন দেশের দলগুলো তখন ভালো পারফরমেন্স করতে পারবে।

প্রিয় বন্ধুরা, এখন আমরা বাংলাদেশের কিছু খেলাধুলার খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

টুটুল:...

সংগীত

আকাশ: বন্ধুরা, খেলাধুলা সবসময় আগ্রহ ও যৌবনের সাথে জড়িত। স্পোর্টসের চেতনা ও যৌবনের অর্থ প্রায় একইরকম, তাইনা টুটুল ভাই?

টুটুল:...

আকাশ: অনুষ্ঠান শেষে আমরা একটি যৌবন সংক্রান্ত গান আপনাদের সাথে শেয়ার করবো, কেমন? 'চপস্টিক্স ব্রাদার' নামের একটি ব্যান্ড এই গানটি গেয়েছে। চীনা ভাষায় চপস্টিক্স হচ্ছে kuai zi, ব্রাদার (ভাই) হচ্ছে xiong di. চপস্টিক্স ব্রাদার হচ্ছে kuai zi xiongdi.

টুটুল: মজার, তারা অবশ্যই পেটুক, হাহা!

বন্ধুরা, Kuai zi অর্থাত্ চপস্টিক্স হচ্ছে পাতলা এক জোড়া কাঠি যা চীন এবং দূর প্রাচ্যের মানুষ তাদের খাবার খেতে ব্যবহার করে।

আকাশ: টুটুল ভাই, আগের বাবা দিবসের অনুষ্ঠানে আমরা বন্ধুদেরকে একটি গান উপহার দিয়েছি। ঐ গানটির নাম ছিলো 'বাবা'। মনে আছে?

টুটুল: হ্যাঁ। অবশ্যই, গানটি আমার অনেক ভালো লাগে।

আকাশ: ঐ গানটিও এই চপস্টিক্স ব্রাদার অর্থাত্ kuai zi xiongdi'র গান!

টুটুল: তাইনা কি? তাহলে আজ আমরা যৌবন সম্পর্কিত যে গান শুনবো তার নাম কি?

আকাশ: গানের নাম হচ্ছে 'ওল্ড বয়'। আশা করি আমরা বিশ্বের সব 'ওল্ড বয়' স্বপ্নের দিকে ছুটে চলার জন্য পরিশ্রম করবো। জীবনে স্বপ্ন থাকতে হবে, স্বপ্নের পিছনে দৌড়াতে হবে। স্বপ্ন থাকলেই জীবনে গতি থাকবে। স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের এই ছোট জীবনে নিজের স্বপ্নকে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। টুটুল ভাই আগে আমাকে একটি কথা বলেছে, যা আমার খুব ভালো লেগেছে। তাহলো "নিজের মনের কথা শুনতে হবে"।

বন্ধুরা, নিজের মনের কথা শুনবেন। যতই কষ্ট হোক না কেন নিজের স্বপ্নের জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে। অধ্যবসায় ও পরিশ্রম সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ।

টুটুল:...

আকাশ: গানের কথা এ রকম:

সে হলো আমার দিন রাত মিস করা গভীর ভালোবাসার ঐ মানুষ

কিভাবে আমার মনের কথা প্রকাশ করতে পারি,

সে আমাকে গ্রহণ করতে পারবে?

হয়তো কখনোই তার সাথে ঐ কথা (মানে আমি তোমাকে ভালোবাসি) বলতে পারবো না,

সারা বিশ্বে বিচরণ করা হলো আমার লক্ষ্য

কিভাবে মনে মিস করা একজন মানুষ বাস করতে পারে?

স্বপ্ন সবসময়ই অনেক দূরে

আমার কি তা ত্যাগ করা উচিত?

ফুল ফোটে এবং ঝরে পড়ে, আবার বৃষ্টির মৌসুম

বসন্তকাল, তুমি কোথায়?

যৌবন নদী বয়ে যাওয়ার মতোই

এটা বয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না

তাকে বিদায় জানাবার সুযোগ পাই নি।

শুধুমাত্র অনুভূতিহীন আমি এখানে আছি, তখনকার সেই গরম রক্ত নেই।

দেখ, ফুল ঝরে পড়ছে, সবচেয়ে সুন্দর সময়ে অনুজ্জ্বল

কে স্মরণ করে যে এ জগতে সে এসেছে?

একটি চোখের পলকেই এত বছর পার হয়ে গেছে।

আগের ঐ উচ্চাকাঙ্ক্ষী যুবক সবসময় উড়ন্ত পাখির প্রশংসা করতো,

ভবিষ্যতে আমরা কোথায় যাবো? কে আমাকে উত্তর দিতে পারবে?

তখন যারা আমাকে সঙ্গ দিতো, তারা এখন কোথায়?

যাকে আমি আগে ভালোবাসতাম, সে এখন কেমন?

তখনকার স্বপ্ন পূরণ হয়েছে?

নাকি শুধু অনুতাপ আছে?

সময় বয়ে যায়, উচ্চাকাঙ্ক্ষাকেও দূরে নিয়ে যায়,

আসল "আমাকে" কখনোই আর খুঁজে পাবো না।

যখন তারাভরা আকাশের দিকে মাথা তুলেছি

তখন আমাকে সঙ্গ দেওয়া ওই তারকা,

এখানকার গল্প তোমার কি এখনও মনে আছে?

জীবন একটি নিষ্ঠুর ছুড়ির মতো, আমাদের চেহারা পরিবর্তন করে

এখনো বিকশিত হয়নি, কিন্তু তার আগেই কি অনুজ্জ্বল হবে?

আমার স্বপ্ন বিদ্যমান ছিল।

যৌবন নদী বয়ে যাওয়ার মতোই

এটা বয়ে যায়, কিন্তু আর ফিরে আসে না

তাকে বিদায় জানাবার সুযোগ পাই নি।

শুধুমাত্র অনুভূতিহীন আমি এখানে আছি,তখনকার সেই গরম রক্ত নেই।

দেখ, ফুল ঝরে পড়ছে, সবচেয়ে সুন্দর সময়ে অনুজ্জ্বল

কে স্মরণ করে যে এ জগতে সে এসেছে?

তখনকার স্বপ্ন পূরণ হয়েছে?

নাকি শুধু অনুতাপ আছে?

সময় বয়ে যায়, উচ্চাকাঙ্ক্ষাকেও দূরে নিয়ে যায়,

আসল "আমাকে" কখনোই আর খুঁজে পাবো না।

যখন তারাভরা আকাশের দিকে মাথা তুলেছি

তখন আমাকে সঙ্গ দেওয়া ওই তারকা,

এখানকার গল্প তোমার এখনও মনে আছে?

যদি আগামীকাল বিদ্যমান থাকে,

প্রিয়, আমি তোমার জন্য আশীর্বাদ করবো।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040